ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা রংপুর বিভাগের ১৩ বিদ্যালয়ে পাস করেনি কেউ প্রধান বিচারপতির সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাত রংপুরে শিশু মৃত্যুর ঘটনায় অপারেশন থিয়েটার সিলগালা: ১ লাখ টাকা জরিমানা ১১ জুলাই কুবিতে আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে পীরগাছায় বদলি সেনাপ্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারির সাক্ষাৎ শিক্ষার্থীদের ‘লাথি-ঘুষি মারা’ সেই ওসি বদলি মামলা জট কমানো, ন্যায় বিচার নিশ্চিত ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আমেরিকা শুল্ক না কমালে দেশের অর্থনীতিতে প্রভাব প্রভাব পড়বে: বাণিজ্য সচিব 

বাকৃবিতে এগ্রিকালচারাল অলিম্পিয়াডের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ১১:৫০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ২০২ Time View

দেশজুড়ে চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে ‘এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন ৪’। এ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড (বিএও) সিজন ৪-এর বার্ষিক সাধারণ সভা ও নতুন অপারেশনাল টিম গঠন।

শনিবার (২১ জুন) বাংলাদেশ এগ্রিকালচার অলিম্পিয়াডের এক বিজ্ঞপ্তির মাধ্যমে অলিম্পিয়াডের সিজন ৪ পরিচালনার জন্য গঠিত অপারেশনাল টিমের তালিকা প্রকাশ করা হয়। এর আগে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এবারের অপারেশনাল টিমের প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন মো আতিকুর রহমান আসিফ, এসিট্যান্ট ডিরেক্টর পদে দায়িত্ব পেয়েছেন হুরে জান্নাত বিনতে তফিক এবং এ.কে. নিকসন। হেড অব হিউম্যান রিসোর্সেস পদে দায়িত্ব পেয়েছেন খন্দকার সালমা মালিহা, কো- হেড অব হিউম্যান রিসোর্সেস সাদিয়া আফরিন জেমি।

এবারের অপারেশনাল টিমের প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন মো. আতিকুর রহমান আসিফ। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন হুরে জান্নাত বিনতে তফিক এবং এ.কে. নিকসন। হিউম্যান রিসোর্সেস বিভাগের প্রধান হয়েছেন খন্দকার সালমা মালিহা এবং কো-হেড হিসেবে রয়েছেন সাদিয়া আফরিন জেমি। হিউম্যান রিসোর্সেস এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার সামিহা আজাদ।

কমিউনিকেশনস হেড হয়েছেন তুবাউল জান্নাত অনন্যা এবং কো-হেড হিসেবে আছেন সাকিব হোসেন। কমিউনিকেশনস এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করবেন ইফশেতা তাহসিন ঐশি, জুবাইরা বিনতে হুসাইন, ইসমাইল হোসেন ও নুসরাত জাহান স্বর্ণা।

হেড প্রোগ্রাম ম্যানেজার হিসেবে আছেন কাসওয়া নূর খাজা এবং কো-হেড হিসেবে রয়েছেন নাজমুস সাকিবা খান প্রজ্ঞা। মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিকা মার্জিয়া খান শৈলী, গ্রন্থনা রশিদ, মো. শামসুল আরেফিন ফাগুন, সব্যসাচী বিশ্বাস, মো. সোলাইমান অপি ও আফরিন জাহান মুন।

ভিজ্যুয়াল ও ভয়েস আর্টিস্ট হিসেবে থাকবেন অদিতি চৌধুরী, নুবাহ নাসহিতা ফারিহাত ও অমনিয়া আশরাফ রিয়া। মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনকিয়াদ আহমেদ হিমেল, অভিক সরকার, ফাহমিদা ফাইজা রহমান ও আফসানা আক্তার।

কন্টেন্ট রাইটার হিসেবে রয়েছেন ইন্নিকা আল জান্নাত, মো. আজহারুল ইসলাম তামিম, অনুসূয়া ভট্টাচার্য, সুমাইয়া নূর ও আফিয়া তাসনিম অমি। গ্রাফিকস ডিজাইনার হিসেবে রয়েছেন মাহির আল মুত্তাকিম সাজিদ, নাফিস খান মজলিস এবং আজমাইন ফায়িক। ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. মাহমুদা আক্তার মিম।

সভায় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার , সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, অধ্যাপক ড. মো পারভেজ আনোয়ার, ড মো রমিজ উদ্দিন, অধ্যাপক ড. আরিফ হাসান খান রবিন এবং অধ্যাপক ড. মো গোলজার হোসেন।

সাধারণ সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে কৃষিবিদ্যার প্রতি আগ্রহী করে তুলতে ও কৃষিভিত্তিক জ্ঞান ছড়িয়ে দিতে এই অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামীতেও এ আয়োজনকে আরও বিস্তৃত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।

Please Share This Post in Your Social Media

বাকৃবিতে এগ্রিকালচারাল অলিম্পিয়াডের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

বাকৃবি প্রতিনিধি
Update Time : ১১:৫০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

দেশজুড়ে চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে ‘এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন ৪’। এ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড (বিএও) সিজন ৪-এর বার্ষিক সাধারণ সভা ও নতুন অপারেশনাল টিম গঠন।

শনিবার (২১ জুন) বাংলাদেশ এগ্রিকালচার অলিম্পিয়াডের এক বিজ্ঞপ্তির মাধ্যমে অলিম্পিয়াডের সিজন ৪ পরিচালনার জন্য গঠিত অপারেশনাল টিমের তালিকা প্রকাশ করা হয়। এর আগে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এবারের অপারেশনাল টিমের প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন মো আতিকুর রহমান আসিফ, এসিট্যান্ট ডিরেক্টর পদে দায়িত্ব পেয়েছেন হুরে জান্নাত বিনতে তফিক এবং এ.কে. নিকসন। হেড অব হিউম্যান রিসোর্সেস পদে দায়িত্ব পেয়েছেন খন্দকার সালমা মালিহা, কো- হেড অব হিউম্যান রিসোর্সেস সাদিয়া আফরিন জেমি।

এবারের অপারেশনাল টিমের প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন মো. আতিকুর রহমান আসিফ। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন হুরে জান্নাত বিনতে তফিক এবং এ.কে. নিকসন। হিউম্যান রিসোর্সেস বিভাগের প্রধান হয়েছেন খন্দকার সালমা মালিহা এবং কো-হেড হিসেবে রয়েছেন সাদিয়া আফরিন জেমি। হিউম্যান রিসোর্সেস এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার সামিহা আজাদ।

কমিউনিকেশনস হেড হয়েছেন তুবাউল জান্নাত অনন্যা এবং কো-হেড হিসেবে আছেন সাকিব হোসেন। কমিউনিকেশনস এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করবেন ইফশেতা তাহসিন ঐশি, জুবাইরা বিনতে হুসাইন, ইসমাইল হোসেন ও নুসরাত জাহান স্বর্ণা।

হেড প্রোগ্রাম ম্যানেজার হিসেবে আছেন কাসওয়া নূর খাজা এবং কো-হেড হিসেবে রয়েছেন নাজমুস সাকিবা খান প্রজ্ঞা। মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিকা মার্জিয়া খান শৈলী, গ্রন্থনা রশিদ, মো. শামসুল আরেফিন ফাগুন, সব্যসাচী বিশ্বাস, মো. সোলাইমান অপি ও আফরিন জাহান মুন।

ভিজ্যুয়াল ও ভয়েস আর্টিস্ট হিসেবে থাকবেন অদিতি চৌধুরী, নুবাহ নাসহিতা ফারিহাত ও অমনিয়া আশরাফ রিয়া। মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনকিয়াদ আহমেদ হিমেল, অভিক সরকার, ফাহমিদা ফাইজা রহমান ও আফসানা আক্তার।

কন্টেন্ট রাইটার হিসেবে রয়েছেন ইন্নিকা আল জান্নাত, মো. আজহারুল ইসলাম তামিম, অনুসূয়া ভট্টাচার্য, সুমাইয়া নূর ও আফিয়া তাসনিম অমি। গ্রাফিকস ডিজাইনার হিসেবে রয়েছেন মাহির আল মুত্তাকিম সাজিদ, নাফিস খান মজলিস এবং আজমাইন ফায়িক। ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. মাহমুদা আক্তার মিম।

সভায় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার , সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, অধ্যাপক ড. মো পারভেজ আনোয়ার, ড মো রমিজ উদ্দিন, অধ্যাপক ড. আরিফ হাসান খান রবিন এবং অধ্যাপক ড. মো গোলজার হোসেন।

সাধারণ সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে কৃষিবিদ্যার প্রতি আগ্রহী করে তুলতে ও কৃষিভিত্তিক জ্ঞান ছড়িয়ে দিতে এই অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামীতেও এ আয়োজনকে আরও বিস্তৃত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।