ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা ও প্রতিবাদ দেশের তিনটি স্থলবন্দর বন্ধ করার প্রস্তাব অনুমোদন ভিক্ষুক বেশে অভিনব কৌশলে চুরি, ১০ লক্ষাধিক টাকার চোরাই মালামালসহ আটক লভ্যাংশ দেবে না ইসলামী ব্যাংক যারা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হবে: ফখরুল উপদেষ্টা হতে চিকিৎসকের ২০০ কোটি টাকা লেনদেন, দুদকের অভিযান প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে

বাকৃবিতে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ক্যাম্পাস স্ক্রিনিং

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৮:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / ১৮৬ Time View

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের (আইআইইউএসএফএফ) ক্যাম্পাস স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ আগস্ট বিকেলে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তন এর আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি (ডিইউএফএস)। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন টিম উৎসবের সহায়তায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

২০০৭ সাল থেকে নিয়মিতভাবে এ উৎসব আয়োজন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি। উৎসবের পরিধি আরও বিস্তৃত করতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যাম্পাস স্ক্রিনিং শুরু করে প্রতিষ্ঠানটি। এর ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এবারের প্রদর্শনী।

টিম উৎসব সূত্রে জানা যায়, ২৪ আগস্ট বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে শর্টফিল্ম প্রদর্শনী। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১ হাজার ৪০০ চলচ্চিত্রের মধ্য থেকে বাছাইকৃত ২৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এতে প্রদর্শিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভিন্নধারার এ আয়োজনকে ঘিরে দেখা যায় আগ্রহ। আন্তর্জাতিক মানের চলচ্চিত্র দেখার সুযোগ তাদের নতুন দৃষ্টিভঙ্গি গঠনে এবং নিজস্ব দক্ষতা বিকাশে অনুপ্রাণিত করবে বলে আশাবাদী আয়োজকবৃন্দ।

অনুষ্ঠানের সহযোগী আয়োজক টিম উৎসবের পক্ষ থেকে হেড অব ক্রিয়েটিভ কনটেন্ট সানজানা জাবিন হিয়া বলেন, ‘টিম উৎসব সত্যিই আনন্দিত এমন ব্যতিক্রমী আয়োজনের অংশ হতে পেরে। ক্লাস ও পরীক্ষার কারণে এবারের দর্শক উপস্থিতি তুলনামূলক কম হলেও যারা এসেছেন, তারা চলচ্চিত্রগুলো গভীর মনোযোগ দিয়ে উপভোগ করেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানাই।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন দেশের মানুষের চোখে পৃথিবীকে দেখা এবং তাদের চিন্তাধারা উপলব্ধি করার সুযোগ করে দেয় এ ধরনের চলচ্চিত্র। ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতেও এগুলো ভূমিকা রাখে।’

Please Share This Post in Your Social Media

বাকৃবিতে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ক্যাম্পাস স্ক্রিনিং

বাকৃবি প্রতিনিধি
Update Time : ০৮:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের (আইআইইউএসএফএফ) ক্যাম্পাস স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ আগস্ট বিকেলে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তন এর আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি (ডিইউএফএস)। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন টিম উৎসবের সহায়তায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

২০০৭ সাল থেকে নিয়মিতভাবে এ উৎসব আয়োজন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি। উৎসবের পরিধি আরও বিস্তৃত করতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যাম্পাস স্ক্রিনিং শুরু করে প্রতিষ্ঠানটি। এর ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এবারের প্রদর্শনী।

টিম উৎসব সূত্রে জানা যায়, ২৪ আগস্ট বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে শর্টফিল্ম প্রদর্শনী। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১ হাজার ৪০০ চলচ্চিত্রের মধ্য থেকে বাছাইকৃত ২৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এতে প্রদর্শিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভিন্নধারার এ আয়োজনকে ঘিরে দেখা যায় আগ্রহ। আন্তর্জাতিক মানের চলচ্চিত্র দেখার সুযোগ তাদের নতুন দৃষ্টিভঙ্গি গঠনে এবং নিজস্ব দক্ষতা বিকাশে অনুপ্রাণিত করবে বলে আশাবাদী আয়োজকবৃন্দ।

অনুষ্ঠানের সহযোগী আয়োজক টিম উৎসবের পক্ষ থেকে হেড অব ক্রিয়েটিভ কনটেন্ট সানজানা জাবিন হিয়া বলেন, ‘টিম উৎসব সত্যিই আনন্দিত এমন ব্যতিক্রমী আয়োজনের অংশ হতে পেরে। ক্লাস ও পরীক্ষার কারণে এবারের দর্শক উপস্থিতি তুলনামূলক কম হলেও যারা এসেছেন, তারা চলচ্চিত্রগুলো গভীর মনোযোগ দিয়ে উপভোগ করেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানাই।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন দেশের মানুষের চোখে পৃথিবীকে দেখা এবং তাদের চিন্তাধারা উপলব্ধি করার সুযোগ করে দেয় এ ধরনের চলচ্চিত্র। ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতেও এগুলো ভূমিকা রাখে।’