বাইনোকুলার দিয়েও মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে – জিএমপি কমিশনার

- Update Time : ০৪:৫৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৮ Time View
তুরাগ তীরে সুরায়ে নেজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়েছে। প্রথম ধাপে মোনাজাত চলাকালে পাবলিকের ড্রোনের ধাক্কায় বেলুন ফোটে শব্দ হয়েছে কিনা এটা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ড্রোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাইনোকুলার দিয়েও মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
আজ সোমবার সকাল ১১ টায় বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশী খিত্তার পাশে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে এক প্রেস ব্রিফিং করে জিএমপি কমিশনার এসব কথা বলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করীম খান বলেন, প্রথম ধাপের ইজতেমা সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। আজ থেকে দ্বিতীয় ধাপ শুরু হল। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আগের মতই আছে। ২৩৫ টি সিসি ক্যামেরা ও বাইনোকোলার দিয়ে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গতকাল মোনাজাতের সময় পাবলিকের ড্রোনের ধাক্কায় বেলুন ফোটে আতঙ্ক তৈরী হয়। তাই ড্রোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইজতেমা ময়দানের দুই কিমির মধ্যে অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে পারবেন না। প্রথম ধাপে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি দ্বিতীয় ধাপেও সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।
এসময় পুলিশ কমিশনারের সাথে জিএমপির অতিরিক্ত কমিশনার সহ উপকমিশনার বৃন্দ এবং সংশ্লিষ্ট থানার ওসি ও আয়োজক কমিটির পক্ষে শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান উপস্থিত ছিলেন।
গতকাল রবিবার আখেরী মোনাজাতের সময় ড্রোন আতঙ্কে হুড়োহুড়ি করে শতাধিক মুসল্লি আহত হয়। এই ঘটনার পর আতঙ্ক তৈরী হয়। তবে ঘটনার ২৬ ঘন্টা পার হলেও পুলিশ ড্রোন উদ্ধার করে কোন ব্যবস্থা নিতে পারেনি। শুরায়ী নেজামের অধীনে গতকাল রোববার সকাল ৯ টা ১১ মিনিট থেকে ৯ টা ৩৫ মিনিট পর্যন্ত ২৪ মিনিটের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব-ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ।
আজ সোমবার ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।