ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে সাংবাদিকতা খুবই ঝুঁকিপূর্ণ পেশা

আলম শামস
  • Update Time : ১২:০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / ১৮ Time View

গত ৭ ডিসেম্বর একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে সিনিয়র সাংবাদিক ও দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীকে। ৭ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব ও বিএফইজের সাবেক সভাপিত সাংবাদিক শওকত মাহমুদেক আটক করেছে ডিবি পুলিশ। ১৪ ডিসেম্বর কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়। তাঁকে সেখানে আটকে রেখে পরদিন তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয়। একটি হত্যা মামলায় আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলমকে আটকের নির্দেশ দেয় আদালত। ৭ এপ্রিল -২৫ তারিখে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গত বছরের ৩০ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়। বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গত বছর ১৬ নভেম্বর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। ২৫ অক্টোবর -২৪ জেলা শহরের মিলনপুর এলাকা থেকে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ প্রকাশের কারণে ১৫ সেপ্টেম্বর -২৪ সাপ্তাহিক আমোদ-বাকিন রাব্বি, ব্যবস্থাপনা সম্পাদক মহিউদ্দিন মোল্লা, নিজস্ব প্রতিবেদক তৈয়ুবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ২৩ আগস্ট -২৪ গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, দৈনিক আমাদের নতুন সময় সম্পাদক নাইমুল ইসলাম খান এবং সময় টিভির প্রধান সম্পাদক আহমেদ জোবায়েরের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হয়।

১ সেপ্টেম্বর, -২৪ সাংবাদিক আব্দুর রহিম রনো এবং তার স্ত্রীকে তার বাড়ি দখল করার জন্য সশস্ত্র সন্ত্রাসীরা আক্রমণ করে। সময় টিভির দুই সাংবাদিক, প্রতিবেদক অভিজিৎ বণিক অপু এবং ক্যামেরাম্যান নওশাদ আহমেদ ১৭ আগস্ট -২৪ সিলেটের একটি মাধ্যমিক বিদ্যালয়ের বাইরে বিক্ষোভ কভার করার সময় চৌধুরীর উপর একদল ছাত্র বিক্ষোভকারী হামলা চালায়। ১৫ সেপ্টেম্বর -২৪ ফেনী সদর উপজেলায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক এম কাওসার হামলায় আহত হন। ১২ সেপ্টেম্বও -২৪ ঢাকার মতিঝিলে সন্ত্রাসীরা ডেইলি মর্নিং গ্লোরির বার্তা সম্পাদক এস এম মাসুদ রানাকে আক্রমণ করে ও মারধর করে।

১৩ আগস্ট, -২৪ নরসিংদীতে দেশ রূপান্তর পত্রিকার সংবাদদাতা মনিরুজ্জামান মনির সশস্ত্র একদল হামলাকারীর হামলায় গুলিবিদ্ধ হন। চট্টগ্রামে ৫ আগস্ট, -২৪ স্থানীয় প্রেসক্লাবে হামলার সময় ২০ জন সাংবাদিক আহত হন। হুমায়ুন কবির, দৈনিক গণমুক্তি ও দৈনিক মর্নিং গ্লোরি- এর কক্সবাজার প্রতিনিধির উপর ৫ আগস্ট -২৪ হামলা হয়েছে ও তার বাড়িতে লুট হয়েছে।

বাংলাদেশে কারাবন্দি চার সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে দীর্ঘদিন ধরে বন্দি করে রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের মুক্তি দিতে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

টিআইবির পক্ষ থেকে গত ৯ ডিসেম্বর -২৫ কর্তৃত্ববাদের পতন-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে চলতি বছর পহেলা নভেম্বর পর্যন্ত সারাদেশে কমবেশি ৪৭৬টি ঘটনায় ১০৭৩ জন গণমাধ্যম কর্মী হামলা, মামলা, হত্যা, হয়রানিসহ বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছেন।

সংস্থাটির নির্বাহী পরিচালক ডঃ ইফতেখারুজ্জামান বলছেন, তারা তিনশর বেশি সাংবাদিককে মামলার আসামি করার তথ্য পেয়েছেন।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ৫২৩টি সাংবাদিক নিপীড়নের ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

বাংলাদেশে সাংবাদিকতা খুবই ঝুঁকিপূর্ণ পেশা

আলম শামস
Update Time : ১২:০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

গত ৭ ডিসেম্বর একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে সিনিয়র সাংবাদিক ও দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীকে। ৭ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব ও বিএফইজের সাবেক সভাপিত সাংবাদিক শওকত মাহমুদেক আটক করেছে ডিবি পুলিশ। ১৪ ডিসেম্বর কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়। তাঁকে সেখানে আটকে রেখে পরদিন তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয়। একটি হত্যা মামলায় আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলমকে আটকের নির্দেশ দেয় আদালত। ৭ এপ্রিল -২৫ তারিখে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গত বছরের ৩০ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়। বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গত বছর ১৬ নভেম্বর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। ২৫ অক্টোবর -২৪ জেলা শহরের মিলনপুর এলাকা থেকে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ প্রকাশের কারণে ১৫ সেপ্টেম্বর -২৪ সাপ্তাহিক আমোদ-বাকিন রাব্বি, ব্যবস্থাপনা সম্পাদক মহিউদ্দিন মোল্লা, নিজস্ব প্রতিবেদক তৈয়ুবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ২৩ আগস্ট -২৪ গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, দৈনিক আমাদের নতুন সময় সম্পাদক নাইমুল ইসলাম খান এবং সময় টিভির প্রধান সম্পাদক আহমেদ জোবায়েরের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হয়।

১ সেপ্টেম্বর, -২৪ সাংবাদিক আব্দুর রহিম রনো এবং তার স্ত্রীকে তার বাড়ি দখল করার জন্য সশস্ত্র সন্ত্রাসীরা আক্রমণ করে। সময় টিভির দুই সাংবাদিক, প্রতিবেদক অভিজিৎ বণিক অপু এবং ক্যামেরাম্যান নওশাদ আহমেদ ১৭ আগস্ট -২৪ সিলেটের একটি মাধ্যমিক বিদ্যালয়ের বাইরে বিক্ষোভ কভার করার সময় চৌধুরীর উপর একদল ছাত্র বিক্ষোভকারী হামলা চালায়। ১৫ সেপ্টেম্বর -২৪ ফেনী সদর উপজেলায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক এম কাওসার হামলায় আহত হন। ১২ সেপ্টেম্বও -২৪ ঢাকার মতিঝিলে সন্ত্রাসীরা ডেইলি মর্নিং গ্লোরির বার্তা সম্পাদক এস এম মাসুদ রানাকে আক্রমণ করে ও মারধর করে।

১৩ আগস্ট, -২৪ নরসিংদীতে দেশ রূপান্তর পত্রিকার সংবাদদাতা মনিরুজ্জামান মনির সশস্ত্র একদল হামলাকারীর হামলায় গুলিবিদ্ধ হন। চট্টগ্রামে ৫ আগস্ট, -২৪ স্থানীয় প্রেসক্লাবে হামলার সময় ২০ জন সাংবাদিক আহত হন। হুমায়ুন কবির, দৈনিক গণমুক্তি ও দৈনিক মর্নিং গ্লোরি- এর কক্সবাজার প্রতিনিধির উপর ৫ আগস্ট -২৪ হামলা হয়েছে ও তার বাড়িতে লুট হয়েছে।

বাংলাদেশে কারাবন্দি চার সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে দীর্ঘদিন ধরে বন্দি করে রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের মুক্তি দিতে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

টিআইবির পক্ষ থেকে গত ৯ ডিসেম্বর -২৫ কর্তৃত্ববাদের পতন-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে চলতি বছর পহেলা নভেম্বর পর্যন্ত সারাদেশে কমবেশি ৪৭৬টি ঘটনায় ১০৭৩ জন গণমাধ্যম কর্মী হামলা, মামলা, হত্যা, হয়রানিসহ বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছেন।

সংস্থাটির নির্বাহী পরিচালক ডঃ ইফতেখারুজ্জামান বলছেন, তারা তিনশর বেশি সাংবাদিককে মামলার আসামি করার তথ্য পেয়েছেন।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ৫২৩টি সাংবাদিক নিপীড়নের ঘটনা ঘটেছে।