বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

- Update Time : ০৩:০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ১৫৫ Time View
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা কায়মনোবাক্যে প্রার্থনা করছিলো, যেন আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জেতে বাংলাদেশ। তাহলে প্রোটিয়াদের ব্যাটিং সয়লাব থামাতে পারবে সাকিব আল হাসানরা।
কিন্তু প্রার্থনা করেও কোনো লাভ হলো না। টস জিততে পারলেন না সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মার্করাম টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন।
প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিলো বাংলাদেশ। কিন্তু পরের তিন ম্যাচেই টানা পরাজয়। সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আজ জিততেই হবে টাইগারদের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা যেন উড়ছে। একটি ম্যাচ হারলেও বাকি তিনটিতে হাই স্কোরি ম্যাচ উপহার দিয়েছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রানের ইনিংস।
মুম্বাইর এই ওয়াংখেড়ে স্টেডিয়মেই আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৯৯ রান করেছিলো প্রোটিয়ারা। ২০১৫ সালে একবার স্বাগতিক ভারতের বিপক্ষে ৪৩৮ রান করেছিলো তখনকার প্রোটিয়া দলটি।
সে কারণেই এবার, সবার প্রত্যাশা ছিল যেন টস জিতে বাংলাদেশ। তাতে অন্তত প্রোটিয়াদের ব্যাটিং তাণ্ডব থামানো যাবে। এমনকি চাইলে বাংলাদেশ জিততেও পারে। কিন্তু টস ভাগ্য সাকিব আল হাসানের পক্ষে গেলো না। প্রোটিয়ারাই টস জিতলো এবং ব্যাট করার সিদ্ধান্ত নিলো।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেন্ডরিক্স, রাশি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েৎজি, কেশভ মাহারাজ, কাগিসো রাবাদা এব লিজাড উইলিয়ামস।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়