ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অসুস্থ বাবাকে দেখার নাম করে সোলায়মান গেলেন গাড়ি কিনতে প্রথমবারের আন্তর্জাতিক মিডিয়ায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দায় নেবেন ড. ইউনূস: ফখরুল ওসমানী বিমানবন্দরে ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা শাহবাগ-আগারগাঁও মেট্রোরেল চলাচল বন্ধ শরিয়তপুরের জেলা জজের বক্তব্য ঠিক নয় : রেজিস্ট্রার জেনারেল বাকৃবিতে নারী হয়ে নিজের সহপাঠীর অপ্রীতিকর ছবি সিনিয়র ভাইকে পাঠানোর অভিযোগ ‘লগি-বৈঠার তাণ্ডবের বিচার বাংলার মাটিতেই হবে’ তিন বিচারপতিকে শোকজের তথ্য সত্য নয়: সুপ্রিম কোর্ট ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন

বাংলাদেশের জাতীয় সংগীত গাইলেন কংগ্রেস নেতা

আন্তজাতিক ডেস্ক 
  • Update Time : ০১:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ৩৮৮ Time View

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তিনি রাজ্য পুলিশকে শ্রীভূমি জেলার কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা দায়ের করতে বলেছেন। কারণ, বিরোধী দলটির সভায় বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া হয়েছিল।

গতকাল বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শর্মা বলেন, “কংগ্রেসের বৈঠক শুরু হয়েছিল ভারতীয় জাতীয় সংগীতের পরিবর্তে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে। এটি ভারতের জনগণ এবং দেশের জাতীয় সংগীতের প্রতি স্পষ্ট অসম্মান।

মুখ্যমন্ত্রী বলেন, তিনি এরইমধ্যে শ্রীভূমি জেলা কংগ্রেস কমিটি এবং এর নেতাদের বিরুদ্ধে আইনের বিভিন্ন ধারায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করার জন্য পুলিশকে বলেছেন।

শর্মা বলেন, আমাদের জাতীয় সংগীতের প্রতি আমরা যে শ্রদ্ধা দেখাই, সেই সম্মান দেখিয়ে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়েছে। আসামে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ার বিষয়টি আমরা মেনে নিতে পারি না।”

তিনি বলেন, কংগ্রেস নেতাদের পুলিশ গ্রেপ্তার করবে এবং সেই অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজনীতি করবেন না। এই গানের সমালোচনা করা মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা।

আসাম কংগ্রেস সভাপতি গৌরব গগৈর ভাষ্য, বিজেপি ‘অপ্রয়োজনীয় বিতর্ক’ তৈরি করছে। কারণ তাদের কাছে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য অন্য কোনো বিষয় নেই।

তিনি গুয়াহাটিতে সাংবাদিকদের বলেন, বিজেপি এ নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তারা ইচ্ছেকৃতভাবে সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট উপেক্ষা করছে। বিজেপি সর্বদা বাঙালি সংস্কৃতিকে সম্মান করার দাবি করেছে, কিন্তু বাস্তবে তারা বারবার বাংলা ভাষা এবং বাংলা ভাষাভাষীদের অপমান করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বাংলাদেশের জাতীয় সংগীত গাইলেন কংগ্রেস নেতা

আন্তজাতিক ডেস্ক 
Update Time : ০১:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তিনি রাজ্য পুলিশকে শ্রীভূমি জেলার কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা দায়ের করতে বলেছেন। কারণ, বিরোধী দলটির সভায় বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া হয়েছিল।

গতকাল বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শর্মা বলেন, “কংগ্রেসের বৈঠক শুরু হয়েছিল ভারতীয় জাতীয় সংগীতের পরিবর্তে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে। এটি ভারতের জনগণ এবং দেশের জাতীয় সংগীতের প্রতি স্পষ্ট অসম্মান।

মুখ্যমন্ত্রী বলেন, তিনি এরইমধ্যে শ্রীভূমি জেলা কংগ্রেস কমিটি এবং এর নেতাদের বিরুদ্ধে আইনের বিভিন্ন ধারায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করার জন্য পুলিশকে বলেছেন।

শর্মা বলেন, আমাদের জাতীয় সংগীতের প্রতি আমরা যে শ্রদ্ধা দেখাই, সেই সম্মান দেখিয়ে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়েছে। আসামে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ার বিষয়টি আমরা মেনে নিতে পারি না।”

তিনি বলেন, কংগ্রেস নেতাদের পুলিশ গ্রেপ্তার করবে এবং সেই অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজনীতি করবেন না। এই গানের সমালোচনা করা মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা।

আসাম কংগ্রেস সভাপতি গৌরব গগৈর ভাষ্য, বিজেপি ‘অপ্রয়োজনীয় বিতর্ক’ তৈরি করছে। কারণ তাদের কাছে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য অন্য কোনো বিষয় নেই।

তিনি গুয়াহাটিতে সাংবাদিকদের বলেন, বিজেপি এ নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তারা ইচ্ছেকৃতভাবে সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট উপেক্ষা করছে। বিজেপি সর্বদা বাঙালি সংস্কৃতিকে সম্মান করার দাবি করেছে, কিন্তু বাস্তবে তারা বারবার বাংলা ভাষা এবং বাংলা ভাষাভাষীদের অপমান করছে।