ব্রেকিং নিউজঃ
বসুন্ধরা কিংসকে হারিয়ে ১৪ বছর পর ফাইনালে মোহামেডান
Reporter Name
- Update Time : ১০:০০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ২২২ Time View
বসুন্ধরা কিংসকে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
মঙ্গলবার গোপালগঞ্জের ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ২-১ গোলে হারিয়েছে তারা দুবারের সাবেক চ্যাম্পিয়নকে।
তিন মিনিটেই সানডে ইমানুয়েল গোলে এগিয়ে যায় মোহামেডান। ডরিয়েল্টন গোমেজের সমতাসূচক গোলে স্বস্তি নিয়েই বিরতিতে গিয়েছিল কিংস। কিন্তু বিরতির পর খেলা শুরু হলে ১০ মিনিটের মাথায় অধিনায়ক সুলেমান দিয়াবাতের গোলে আবার এগিয়ে যায় মোহামেডান এবং শেষ পর্যন্ত এই লিড নিয়েই খেলা শেষ করে তারা।
কিংসের সঙ্গে দশম লড়াইয়ে দ্বিতীয়বার জিতে ২০০৯ সালের পর প্রথম এই প্রতিযোগিতার ফাইনালে উঠলো মোহামেডান। আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল জয়ীর সঙ্গে ৩০ মে ফাইনাল খেলবে তারা।



































































































































































































