ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

বলিউডে শচিন-সীমার প্রেমকাহিনি নিয়ে সিনেমা

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৮:৩২:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • / ২২২ Time View

বর্তমানে ভারতে বাস্তব লাভস্টোরি নায়ক-নায়িকা সচীন-সীমাকে চেনেন না, এমন হয়তো কেউ নেই। ভালোবাসার সংজ্ঞা বারবার বদলাক এমনভাবেই। মোবাইলে পাবজি খেলতে গিয়ে ভারতীয় নাগরিক শচিন মীনার প্রেমে পড়েন পাকিস্তানের করাচির বাসিন্দা সীমা হায়দার।

যিনি তাঁর প্রেমিকের সঙ্গে দেখা করার জন্যে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে নেপাল হয়ে ভারতবর্ষে ঢোকেন। কিন্তু পুলিশ জানা মাত্রই তাঁকে গ্রেপ্তার করে  পুলিশ।

এমন কী আদালতেও পাঠানো হয় তাঁকে, বর্তমানে তাঁরা দুজনেই জামিনে রয়েছেন। এখন ইউপি এটিএস সীমা হায়দারের মামলার তদন্ত করছে। তবে এই ঘটনা এখন শুধু বাস্তবের মাটিতেই আটকে নেই, কিছুদিন আগেই জানা গিয়েছিল সচীন-সীমার কাহিনি এবার ফুটে উঠবে পর্দায়।

হ্যাঁ, এ ক্ষেত্রে বলিউডের জুড়ি মেলা ভার। বর্তমানে সচীন-সীমার কাহিনি দেশের প্রতিটি কোণের মানুষের কাছে অবগত। সবাই এই রিয়েল লাইফ জুটিকে অভিনন্দন জানাতেও শুরু করেছেন। এবার এই ধারাবাহিকতাকে বজায় রেখেই তৈরি হতে চলেছে গোটা একটি বলিউড চলচ্চিত্র।

জানি ফায়ারফক্স প্রোডাকশন হাউসের ম্যানেজিং ডিরেক্টর অমিত জানি  বিষয়টি নিশ্চিত করেছেন। ছবিটির নাম হবে ‘করাচি টু নয়ডা’।

তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহেই ‘করাচি টু নয়ডা’র থিম সং লঞ্চ করবেন অমিত জানি। এর আগেও সীমাকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজস্থানের উদয়পুরে দর্জি কানহাইয়ালাল হত্যা পর নির্মিত সেই ছবির নাম হবে, ‘আ টেইলর মার্ডার স্টোরি’। এই ছবিতে একজন এজেন্টের ভ‚মিকায় অভিনয় করবেন সীমা হায়দার।

গত সপ্তাহে, সীমার সঙ্গে দেখা করতে জানি ফায়ারফক্স প্রোডাকশন হাউসের দল পৌঁছেছিলেন। দলটি সীমার অডিশনও নিয়েছেন। দলের সদস্যদের পা ছুঁয়ে আশীর্বাদ নেন সীমা। অভিনয়ের সুযোগ পেয়ে সীমা খুব খুশি।

শুধু, তিনি ইউপি এটিএস থেকে ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন, সেটি পেয়ে গেলেই ছবির কাজ শুরু করবেন। তবে সীমাকে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্যে অমিত জানিকে হুমকিও দেওয়া শুরু হয়েছে।

অমিত জনির অভিযোগ, সমাজবাদী পার্টির প্রাক্তন মুখপাত্র অভিষেক সোম এবং মনু মানেসার তাঁকে ভিডিওর মাধ্যমে হুমকি দিয়েছেন। তাঁকে এও বলা হয়েছে যে, ছবির কাজ শুরু করলে তিনি গুন্ডাদের সঙ্গে ফিল্মের সেটে হামলা চালাবেন। ইউপি পুলিশকেও ঘটনাটি জানিয়েছেন প্রযোজক।

অমিত টুইট করে বলেছেন, “আমি জনি ফায়ারফক্স মিডিয়া প্রাইভেট হাউস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আমার প্রোডাকশন হাউস গত বছর উদয়পুরে ঘটে যাওয়া দর্জি কানহাইয়া লাল সাহু হত্যা মামলার উপর একটি ফিচার ফিল্ম তৈরি করতে চলেছে। আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে শুটিং শুরু করার কথা।

Please Share This Post in Your Social Media

বলিউডে শচিন-সীমার প্রেমকাহিনি নিয়ে সিনেমা

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ০৮:৩২:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

বর্তমানে ভারতে বাস্তব লাভস্টোরি নায়ক-নায়িকা সচীন-সীমাকে চেনেন না, এমন হয়তো কেউ নেই। ভালোবাসার সংজ্ঞা বারবার বদলাক এমনভাবেই। মোবাইলে পাবজি খেলতে গিয়ে ভারতীয় নাগরিক শচিন মীনার প্রেমে পড়েন পাকিস্তানের করাচির বাসিন্দা সীমা হায়দার।

যিনি তাঁর প্রেমিকের সঙ্গে দেখা করার জন্যে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে নেপাল হয়ে ভারতবর্ষে ঢোকেন। কিন্তু পুলিশ জানা মাত্রই তাঁকে গ্রেপ্তার করে  পুলিশ।

এমন কী আদালতেও পাঠানো হয় তাঁকে, বর্তমানে তাঁরা দুজনেই জামিনে রয়েছেন। এখন ইউপি এটিএস সীমা হায়দারের মামলার তদন্ত করছে। তবে এই ঘটনা এখন শুধু বাস্তবের মাটিতেই আটকে নেই, কিছুদিন আগেই জানা গিয়েছিল সচীন-সীমার কাহিনি এবার ফুটে উঠবে পর্দায়।

হ্যাঁ, এ ক্ষেত্রে বলিউডের জুড়ি মেলা ভার। বর্তমানে সচীন-সীমার কাহিনি দেশের প্রতিটি কোণের মানুষের কাছে অবগত। সবাই এই রিয়েল লাইফ জুটিকে অভিনন্দন জানাতেও শুরু করেছেন। এবার এই ধারাবাহিকতাকে বজায় রেখেই তৈরি হতে চলেছে গোটা একটি বলিউড চলচ্চিত্র।

জানি ফায়ারফক্স প্রোডাকশন হাউসের ম্যানেজিং ডিরেক্টর অমিত জানি  বিষয়টি নিশ্চিত করেছেন। ছবিটির নাম হবে ‘করাচি টু নয়ডা’।

তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহেই ‘করাচি টু নয়ডা’র থিম সং লঞ্চ করবেন অমিত জানি। এর আগেও সীমাকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজস্থানের উদয়পুরে দর্জি কানহাইয়ালাল হত্যা পর নির্মিত সেই ছবির নাম হবে, ‘আ টেইলর মার্ডার স্টোরি’। এই ছবিতে একজন এজেন্টের ভ‚মিকায় অভিনয় করবেন সীমা হায়দার।

গত সপ্তাহে, সীমার সঙ্গে দেখা করতে জানি ফায়ারফক্স প্রোডাকশন হাউসের দল পৌঁছেছিলেন। দলটি সীমার অডিশনও নিয়েছেন। দলের সদস্যদের পা ছুঁয়ে আশীর্বাদ নেন সীমা। অভিনয়ের সুযোগ পেয়ে সীমা খুব খুশি।

শুধু, তিনি ইউপি এটিএস থেকে ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন, সেটি পেয়ে গেলেই ছবির কাজ শুরু করবেন। তবে সীমাকে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্যে অমিত জানিকে হুমকিও দেওয়া শুরু হয়েছে।

অমিত জনির অভিযোগ, সমাজবাদী পার্টির প্রাক্তন মুখপাত্র অভিষেক সোম এবং মনু মানেসার তাঁকে ভিডিওর মাধ্যমে হুমকি দিয়েছেন। তাঁকে এও বলা হয়েছে যে, ছবির কাজ শুরু করলে তিনি গুন্ডাদের সঙ্গে ফিল্মের সেটে হামলা চালাবেন। ইউপি পুলিশকেও ঘটনাটি জানিয়েছেন প্রযোজক।

অমিত টুইট করে বলেছেন, “আমি জনি ফায়ারফক্স মিডিয়া প্রাইভেট হাউস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আমার প্রোডাকশন হাউস গত বছর উদয়পুরে ঘটে যাওয়া দর্জি কানহাইয়া লাল সাহু হত্যা মামলার উপর একটি ফিচার ফিল্ম তৈরি করতে চলেছে। আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে শুটিং শুরু করার কথা।