ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আমরা ধর্ম চর্চা করবো, কারো প্রতি বিদ্ধেষ করবোনা: ধর্ম উপদেষ্টা টঙ্গীতে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে কুপিয়ে হত্যা আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা: ড. খলিলুর রহমান ৫ মাসেও সন্ধান মিলেনি উখিয়ায় অপহ্নত ৪ জেলের : পরিবারে চলছে শোকের মাতম আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়  চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা ইউছুফ আটক গাছ কাটাকে কেন্দ্র করে মাকে হত্যা; ছেলে গ্রেফতার প্রেমিকের প্রলোভনে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হল সনাতন ধর্মালম্বীদের অন্নকূট উৎসব

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি
  • Update Time : ০৭:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • / ১২৩ Time View

ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের অন্নকূট মহোৎসব উদযাপিত হয়েছে।

অন্নকূট মহোৎসব উপলক্ষে শুক্রবার ৮ নভেম্বর ২০২৪ নভেম্বর সকাল থেকেই বান্দরবানের কালাঘাটা শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দিরের আয়োজনে উদযাপিত হয় নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা।

এসময় শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজার মাধ্যমে অন্নকূট মহোৎসব শুরু হয়। এরপর পর্যায়ক্রমে শ্রীমদ্ভাবগতপাঠ, ভজন কীতর্ন, রাজভোগ ও আরতি নিবেদনসহ চলে পালা কীর্তন ও ধর্মীয় আলোচনা সভা।

অনুষ্ঠানে  গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসবের সভাপতি রামানুজাচার্য দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত কালাঘাটা শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দিরের অধ্যক্ষ রাধাগোবিন্দ দাস ব্রহ্মচারী ,বান্দরবান রাধা গিরিধারী মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী পাদ জয়দেব ভক্ত দাস , ভজন কীর্তন পরিবেশক সহ  বিভিন্ন ধর্মীয় বক্তারা উপস্থিত থেকে ভক্তদের বিভিন্ন ধর্মীয় জ্ঞান প্রদান করেন।

এসময় অনুষ্ঠানে জেলা ও উপজেলার সনাতন ধর্মালম্বী নারী ও পুরুষেরা উপস্থিত হয়ে শ্রী শ্রী অন্নকূট উৎসবে অংশ নেয়।

সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্জলন আর ভক্তদের সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই শ্রী শ্রী অন্নকূট মহোৎসরে সমাপ্তি হয় ।

উল্লেখ্য যে অন্ন+কূট শব্দের অর্থ অন্নকূট অর্থাৎ অন্নের পাহাড়। এই উৎসবে ভগবান গিরিরাজ গোবর্ধন, গো এবং ব্রাহ্মণের পূজার বিধান শাস্ত্রে দেওয়া আছে। দ্বাপরযুগে এই তিথিতে ভগবান দামোদর (গোপাল) ইন্দ্রের প্রকোপ থেকে ব্রজবাসীদের অভয় দেওয়ার জন্য গিরিরাজ গোবর্ধনের পূজা এবং গো ও ব্রাহ্মণের পূজার প্রচলন করেছিলেন।

কলিযুগে মাধবেন্দ্রপুরিপাদ পুনরায় ভগবান দামোদরের গোবর্ধন পর্বতে মন্দির স্থাপন করে প্রতিষ্ঠিত করার মাধ্যমে এই উৎসবের প্রচলন করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হল সনাতন ধর্মালম্বীদের অন্নকূট উৎসব

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি
Update Time : ০৭:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের অন্নকূট মহোৎসব উদযাপিত হয়েছে।

অন্নকূট মহোৎসব উপলক্ষে শুক্রবার ৮ নভেম্বর ২০২৪ নভেম্বর সকাল থেকেই বান্দরবানের কালাঘাটা শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দিরের আয়োজনে উদযাপিত হয় নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা।

এসময় শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজার মাধ্যমে অন্নকূট মহোৎসব শুরু হয়। এরপর পর্যায়ক্রমে শ্রীমদ্ভাবগতপাঠ, ভজন কীতর্ন, রাজভোগ ও আরতি নিবেদনসহ চলে পালা কীর্তন ও ধর্মীয় আলোচনা সভা।

অনুষ্ঠানে  গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসবের সভাপতি রামানুজাচার্য দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত কালাঘাটা শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দিরের অধ্যক্ষ রাধাগোবিন্দ দাস ব্রহ্মচারী ,বান্দরবান রাধা গিরিধারী মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী পাদ জয়দেব ভক্ত দাস , ভজন কীর্তন পরিবেশক সহ  বিভিন্ন ধর্মীয় বক্তারা উপস্থিত থেকে ভক্তদের বিভিন্ন ধর্মীয় জ্ঞান প্রদান করেন।

এসময় অনুষ্ঠানে জেলা ও উপজেলার সনাতন ধর্মালম্বী নারী ও পুরুষেরা উপস্থিত হয়ে শ্রী শ্রী অন্নকূট উৎসবে অংশ নেয়।

সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্জলন আর ভক্তদের সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই শ্রী শ্রী অন্নকূট মহোৎসরে সমাপ্তি হয় ।

উল্লেখ্য যে অন্ন+কূট শব্দের অর্থ অন্নকূট অর্থাৎ অন্নের পাহাড়। এই উৎসবে ভগবান গিরিরাজ গোবর্ধন, গো এবং ব্রাহ্মণের পূজার বিধান শাস্ত্রে দেওয়া আছে। দ্বাপরযুগে এই তিথিতে ভগবান দামোদর (গোপাল) ইন্দ্রের প্রকোপ থেকে ব্রজবাসীদের অভয় দেওয়ার জন্য গিরিরাজ গোবর্ধনের পূজা এবং গো ও ব্রাহ্মণের পূজার প্রচলন করেছিলেন।

কলিযুগে মাধবেন্দ্রপুরিপাদ পুনরায় ভগবান দামোদরের গোবর্ধন পর্বতে মন্দির স্থাপন করে প্রতিষ্ঠিত করার মাধ্যমে এই উৎসবের প্রচলন করেন।