বরিশালে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, স্বস্তিতে নগরবাসী

- Update Time : ১১:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / ১৮ Time View
বরিশালে ৪৮ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। এতে কিছুটা স্বস্তিতে নগরবাসী। একটানা তিন সপ্তাহ অতিষ্ঠ গরমের পর এই বৃষ্টি। এতে নগরীর তাপমাত্রা কমে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল।
মঙ্গলবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে এই বৃষ্টি হয়।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল দেশ রূপান্তরকে বলেন, বরিশালের ওপর দিয়ে একটু আগে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এটির পূর্বাভাস আগেই দেওয়া ছিল। সেই অনুযায়ী বরিশালের ওপর দিয়ে ৪৮ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। এ সময় বরিশালে ৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বরিশালে পাঁচ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এদিকে আজকে বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাত ৯টায় বৃষ্টির পরে সেটি ২৩.৫ সেলসিয়াছে নেমে এসেছে। এ ছাড়াও বর্তমানে কালবৈশাখী ঝড়ের মৌসুম। এ সময়টাতে তাপমাত্রা কমবে আবার বাড়বে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বরিশালে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।