ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গী ফ্লাইওভারে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ কাউন্সিলরের বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় বিপাকে ৪ কর্মকর্তা  নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু নিস্পত্তির মাধ্যমে মামলা জট কমিয়ে বিচার কাজ এগিয়ে নিতে হবে আদালত থেকে হাতকড়াসহ লাফ দিয়ে হত্যা মামলার আসামির পালানোর চেষ্টা নয় বছর পর ফিরছে ‘ব্রিকলেন কারি ফ্যাস্টিভ্যাল’ ফিলিস্তিনের প্রধান বিচারপতির সম্মানে প্রধান বিচারপতির নৈশভোজ চাইলেই দেড় বছরে সংস্কার সম্ভব নয়: উপদেষ্টা রিজওয়ানা টিভি দেখতে দেখতেই ব্রেন স্ট্রোক করলেন অভিনেত্রী সায়ন্তনী যেদিন রাস্তায় নামব, বন্দুকও কিছু করতে পারবে না : কাদের সিদ্দিকী

বরগুনায় তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চৌধুরী মুনীর হোসেন, বরগুনা প্রতিনিধি
  • Update Time : ০৪:২১:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / ৩৫০ Time View

ধূমপান একটি সামাজিক ব্যাধি। যা প্রতিরোধ করাটা খুব একটা সহজ নয়। তবে নিজের জায়গা থেকে সচেতন হলে নিশ্চয়ই এর প্রতিরোধ করা সম্ভব। সম্ভব তামাকজাত নিয়ন্ত্রণে কিংবা বন্ধে সামাজিক প্রতিরোধ ও ঐক্য গড়ে তোলা।

আর এই সামাজিকভাবে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ করতে সামাজিক প্রতিরোধ ও ঐক্য গড়ে তুলতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা।

বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (০৪ জুন) বেলা ১১টার দিকে “সুবর্ণজয়ন্তী” সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিভিন্ন দিকনির্দশনামূলক ও গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করেন- স্বাস্থ্য বিভাগের যুগ্ম পরিচালক মোঃ আবদুছ সালাম।

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম এঁর সভাপতিত্বে ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোঃ আরমান ভূঁইয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো: জহুরুল ইসলাম হাওলাদার।

তামাকজাত নিয়ন্ত্রণে বাংলাদেশের আইন প্রয়োগে বিভিন্ন ধারা, উপধারা নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সজল চন্দ্র শীল।

প্রশিক্ষণে তামাজাত নিয়ন্ত্রণ কিংবা এর ব্যবহার কমিয়ে আনতে উন্মুক্ত আলোচনায় বক্তৃতা করেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইয়াছিন আরাফাত রানা।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও তামাকমুক্তকরণে সম্ভাব্য করণীয় বিষয়ে গ্রুপ ফর্মেশন ও গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে তামাক নিয়ন্ত্রেণে মোবাইল কোর্ট নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন ধূমপান মুক্তকরণ নিয়ে সংগ্রাম এর মিডিয়া অফিসার ও সাংবাদিক মো: সানাউল্লাহ্ রিয়াদ, তামাক বিরোধী প্রচার-প্রচারণা নিয়ে জেলা তথ্য অফিসার মো: সেলিম মাহমুদ ও তামাক কোম্পানীর বিজ্ঞাপণ অপসারণ নিয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আলী হায়দার রাসেল আলোচনা করেন।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, জেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি কার্যালয়ের প্রধান ও প্রতিনিধিগণ, বরগুনা প্রেসক্লাব’র সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

বরগুনায় তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চৌধুরী মুনীর হোসেন, বরগুনা প্রতিনিধি
Update Time : ০৪:২১:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

ধূমপান একটি সামাজিক ব্যাধি। যা প্রতিরোধ করাটা খুব একটা সহজ নয়। তবে নিজের জায়গা থেকে সচেতন হলে নিশ্চয়ই এর প্রতিরোধ করা সম্ভব। সম্ভব তামাকজাত নিয়ন্ত্রণে কিংবা বন্ধে সামাজিক প্রতিরোধ ও ঐক্য গড়ে তোলা।

আর এই সামাজিকভাবে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ করতে সামাজিক প্রতিরোধ ও ঐক্য গড়ে তুলতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা।

বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (০৪ জুন) বেলা ১১টার দিকে “সুবর্ণজয়ন্তী” সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিভিন্ন দিকনির্দশনামূলক ও গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করেন- স্বাস্থ্য বিভাগের যুগ্ম পরিচালক মোঃ আবদুছ সালাম।

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম এঁর সভাপতিত্বে ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোঃ আরমান ভূঁইয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো: জহুরুল ইসলাম হাওলাদার।

তামাকজাত নিয়ন্ত্রণে বাংলাদেশের আইন প্রয়োগে বিভিন্ন ধারা, উপধারা নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সজল চন্দ্র শীল।

প্রশিক্ষণে তামাজাত নিয়ন্ত্রণ কিংবা এর ব্যবহার কমিয়ে আনতে উন্মুক্ত আলোচনায় বক্তৃতা করেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইয়াছিন আরাফাত রানা।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও তামাকমুক্তকরণে সম্ভাব্য করণীয় বিষয়ে গ্রুপ ফর্মেশন ও গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে তামাক নিয়ন্ত্রেণে মোবাইল কোর্ট নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন ধূমপান মুক্তকরণ নিয়ে সংগ্রাম এর মিডিয়া অফিসার ও সাংবাদিক মো: সানাউল্লাহ্ রিয়াদ, তামাক বিরোধী প্রচার-প্রচারণা নিয়ে জেলা তথ্য অফিসার মো: সেলিম মাহমুদ ও তামাক কোম্পানীর বিজ্ঞাপণ অপসারণ নিয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আলী হায়দার রাসেল আলোচনা করেন।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, জেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি কার্যালয়ের প্রধান ও প্রতিনিধিগণ, বরগুনা প্রেসক্লাব’র সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ অংশগ্রহণ করেন।