ব্রেকিং নিউজঃ
বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন দিলেন র্যাব সদস্যরা
নওরোজ ডেস্ক
- Update Time : ১২:৪৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- / ১৮ Time View
চলমান বন্যা পরিস্থিতিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সব পদবির সদস্য তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।
তিনি বলেন, বন্যার্তদের সহায়তায় র্যাবের সব সদস্য একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করেছেন।
এর আগে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী এবং বিজিবির সব পদবির সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়।
নওরোজ/এসএইচ