ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য

বন্ধ হচ্ছে না ‘মধুমিতা’, সিদ্ধান্ত পাল্টেছে কর্তৃপক্ষ

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৫:৩৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২৮ Time View

দেশের অন্যতম ঐতিহ্যবাহী সিনেমা হল ‘মধুমিতা’ ঈদের পর চিরতরে বন্ধ যাচ্ছে, এমনটাই সম্প্রতি জানিয়েছিলেন এটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। এ ঘোষণায় সিনেমা সংশ্লিষ্ট ও চলচ্চিত্রপ্রেমীদের মাঝে হতাশা দেখা দেয়। সোশ্যাল মিডিয়াতেও সিনেমা হলটি চালু রাখার পক্ষে বিভিন্ন ধরনের দাবি জানানো হয়।

অবশেষে ‘মধুমিতা’ সিনেমা হল কৃর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পাল্টেছে। হলটি কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ ‘মধুমিতা’ চালু রাখার কথা গণমাধ্যমকে বলে নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে ইফতেখার উদ্দিন নওশাদ জানান, ‘পরিচালনা পর্ষদের সবাই মিলে মধুমিতা হল নিয়ে কয়েক দফা আলোচনা করেন। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেন যে, আপাতত সিনেমা হল বন্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো, তাতে যাচ্ছেন না তারা। আমরা যদি সিনেমা হল বন্ধ করা হয়, তাহলে সংবাদ সম্মেলন করে সবাইকে অবহিত করা হবে।’

‘মধুমিতা’র কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ আরও জানান, কোটি টাকা খরচ করে সিনেমা হলটিকে আধুনিকায়ন করেছিলেন। তার আশা ছিল পৈতৃক ব্যবসাকেই আঁকড়ে থাকবেন। কিন্তু দেশে সিনেমার বাজারের ধারাবাহিক পতনে সেই আশা এখন মরিচীকায় রূপ নিয়েছে।

সিনেমার বাজার ভালো না থাকায় মধুমিতা হলের পরিবর্তে এখানে মাল্টিপ্লেক্স গড়ে তোলার কথা ভাছিলেন। এমনটি ডেভেলপার কোম্পানির সঙ্গে আলাপও করেছিলেন। আসছে ঈদুল ফিতরে মধুমিতায় মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা।

মতিঝিল শাপলা চত্বর থেকে টিকাটুলীর দিকে যেতে হাতের বাঁ পাশে মধুমিতা সিনেমা হল। ঢাকার অন্যতম প্রাচীন প্রেক্ষাগৃহ এটি। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর মধুমিতা সিনেমা হল উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান। হলটিতে যেখানে একসঙ্গে ১ হাজার ২২১ জন দর্শক সিনেমা উপভোগ পারে।

Please Share This Post in Your Social Media

বন্ধ হচ্ছে না ‘মধুমিতা’, সিদ্ধান্ত পাল্টেছে কর্তৃপক্ষ

বিনোদন ডেস্ক
Update Time : ০৫:৩৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

দেশের অন্যতম ঐতিহ্যবাহী সিনেমা হল ‘মধুমিতা’ ঈদের পর চিরতরে বন্ধ যাচ্ছে, এমনটাই সম্প্রতি জানিয়েছিলেন এটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। এ ঘোষণায় সিনেমা সংশ্লিষ্ট ও চলচ্চিত্রপ্রেমীদের মাঝে হতাশা দেখা দেয়। সোশ্যাল মিডিয়াতেও সিনেমা হলটি চালু রাখার পক্ষে বিভিন্ন ধরনের দাবি জানানো হয়।

অবশেষে ‘মধুমিতা’ সিনেমা হল কৃর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পাল্টেছে। হলটি কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ ‘মধুমিতা’ চালু রাখার কথা গণমাধ্যমকে বলে নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে ইফতেখার উদ্দিন নওশাদ জানান, ‘পরিচালনা পর্ষদের সবাই মিলে মধুমিতা হল নিয়ে কয়েক দফা আলোচনা করেন। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেন যে, আপাতত সিনেমা হল বন্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো, তাতে যাচ্ছেন না তারা। আমরা যদি সিনেমা হল বন্ধ করা হয়, তাহলে সংবাদ সম্মেলন করে সবাইকে অবহিত করা হবে।’

‘মধুমিতা’র কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ আরও জানান, কোটি টাকা খরচ করে সিনেমা হলটিকে আধুনিকায়ন করেছিলেন। তার আশা ছিল পৈতৃক ব্যবসাকেই আঁকড়ে থাকবেন। কিন্তু দেশে সিনেমার বাজারের ধারাবাহিক পতনে সেই আশা এখন মরিচীকায় রূপ নিয়েছে।

সিনেমার বাজার ভালো না থাকায় মধুমিতা হলের পরিবর্তে এখানে মাল্টিপ্লেক্স গড়ে তোলার কথা ভাছিলেন। এমনটি ডেভেলপার কোম্পানির সঙ্গে আলাপও করেছিলেন। আসছে ঈদুল ফিতরে মধুমিতায় মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা।

মতিঝিল শাপলা চত্বর থেকে টিকাটুলীর দিকে যেতে হাতের বাঁ পাশে মধুমিতা সিনেমা হল। ঢাকার অন্যতম প্রাচীন প্রেক্ষাগৃহ এটি। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর মধুমিতা সিনেমা হল উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান। হলটিতে যেখানে একসঙ্গে ১ হাজার ২২১ জন দর্শক সিনেমা উপভোগ পারে।