বনানীতে সিসা বারে যুবককে কুপিয়ে হত্যা
- Update Time : ০৪:১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ৫৭০ Time View
রাজধানীর বনানীতে রাহাত হোসেন রাব্বি হাজারি (৩১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানার ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাসার ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারের সিঁড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি হাজারি মহাখালী হাজাড়িবাড়ীর বাসিন্দা রবু হাজারির বড় ছেলে।
বুধবার রাতে বনানী ১১ নম্বর রোডের একটি রেস্টুরেন্টে দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিতে যান। ভোরে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
বন্ধু ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার জানান, ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ১১ নম্বর রোডের সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন নামে এক যুবক রাব্বিকে ছুরিকাঘাত করে। তার বাম পায়ের উরু ও ডান হাতের কনুইতে ধারাল অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, রাব্বি তার বন্ধুদের সঙ্গে সিসা বারে ছিলেন। কথা কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড ঘটে। হত্যাকারীরা রাব্বির পূর্ব পরিচিত। তারা আগেও একাধিকবার রাব্বির অফিসে গিয়েছিল।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে দ্রুত মামলা গ্রহণ ও তদন্ত শুরু করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়



























































































































































