ব্রেকিং নিউজঃ
বনবিভাগের অভিযানে কাকড়া সহ ট্রলার জব্দ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
- Update Time : ০২:৫৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ১৪০ Time View
সরকারী নিষিদ্ধ চলমান থাকা অবস্থায় সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে কাঁকড়া ধরে শহরে নিয়ে যাওয়ার সময় ১ জন লোক সহ কাকড়া বহনকারী ট্রলার আটক করেছেন কাটের্শ্বর টহল ফাঁড়ির বনরক্ষীরা।
সাতক্ষীরা রেঞ্জ বনবিভাগের উর্দ্ধতন কর্মকর্তার গোপন তথ্যের ভিত্তিতে বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন কাটের্শ্বর টহল ফাঁড়ির নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে বন সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে একজন লোক সহ প্রায় ৬০০ কেজি কাকড়া ও কাকড়া বহনের ট্রলার জব্দ করে বন রক্ষীরা।
কাটের্শ্বর টহল ফাঁড়ির ওসি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন আমাদের উর্দ্ধতন স্যারের গোপন তথ্যের ভিত্তিতে খোলপেটুয়া নদীতে অভিযান পরিচালনা করে প্রায় ৬০০ কেজি কাকড়া ও একজন লোক সহ বহনকারী ট্রলার জব্দ করেছি।
আসামীর বিষয়ে জানতে চাইলে বলেন বন আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হবে। তবে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।