ব্রেকিং নিউজঃ
বদির ভাতিজা মাদক কারবারি শাহজাহান মিয়া গ্রেপ্তার

নওরোজ ডেস্ক
- Update Time : ০১:৫৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১১৭ Time View
কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা এবং তালিকাভুক্ত মাদক কারবারি ও টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৮ সেপ্টেম্বর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টেকনাফে ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করতে দেখা গেছে শাহজাহান মিয়াকে। তার বিরুদ্ধে সহিংসতা ও মাদকসহ অনেক মামলা রয়েছে।
এর আগে গত ২০ অগাস্ট সাবেক সংসদ সদস্য বদিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
সংসদ সদস্য থাকা অবস্থায় ২০১৪ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা এক তালিকায় বদি এবং তার ভাই-বেয়াই, মামা-ভাগ্নে মিলিয়ে পরিবারের ১০ জনের নাম আসে।
নওরোজ/এসএইচ