বঙ্গভবন থেকে সরানো হলো শেখ মুজিবুর রহমানের ছবি
- Update Time : ০২:২৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ২৫ Time View
বঙ্গভবনের দরবার হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জানিয়েছেন সদ্য উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করা মো. মাহফুজ আলম। সোমবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দরবার হলের ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন তিনি।
একটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান, ৭১ পরবর্তী ফ্যাসিস্টের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমাপ্রার্থী। কিন্তু, মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না।
তিনি আরও লিখেছেন, শেখ মুজিব এবং তার কন্যা অগণতান্ত্রিক ’৭২ এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, বিলিয়ন কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যাসহ (৭২-৭৫, ২০০৯-২০২৪) বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছেন তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। তাহলেই কেবল আমরা ’৭১-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি।
সবশেষে মাহফুজ আলম লিখেছেন, ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের ক্ষমা ও পুর্নমিলন হবে না।
নওরোজ/এসএইচ