ব্রেকিং নিউজঃ
বঙ্গবন্ধু সেতুতে প্রথম দিনেই টোল আদায় পৌনে ৩ কোটি টাকা
Reporter Name
- Update Time : ১০:০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ২৮৩ Time View
ঈদের ছুটি শুরুর প্রথম দিন বুধবার বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৬ হাজার ৬৯টি যানবাহন পারাপার হয়েছে; তাতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই টোল আদায় হয়েছে, যা গত কয়েক দিনের তুলনায় বেশি।
এই সময়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ২০ হাজার ৮২০টি পরিবহন পারাপারে টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ১০ হাজার ১০০ টাকা। আর উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে ১৫ হাজার ২৪৯ পরিবহন পারাপারে ১ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে।
২৪ ঘণ্টার হিসেবে সব মিলিয়ে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকায় আদায় হয়েছে বলে জানান তিনি।
স্বাভাবিক সময় সেতুতে এক থেকে দেড় কোটি টাকার মতো টোল আদায় হয়। তবে ঈদ যত ঘনিয়ে আসছে যানবাহনের চাপ ততো বাড়ছে।
Tag :
বঙ্গবন্ধু সেতু