বঙ্গবন্ধুর সমাধিস্থল তীর্থস্থানে পরিণত হয়েছে: রাষ্ট্রপতি
- Update Time : ০৫:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ২৩৫ Time View
ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলেও আজ তার সমাধিসৌধ তীর্থস্থানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘শুধু বাংলাদেশিদের জন্য নয়, সারা বিশ্বের বাঙালি জাতির জাতীয়তাবাদী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে সমাহিত করার স্থানটি তাই আজ তীর্থস্থানে পরিণত হয়েছে।
গত সোমবার বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পরে বুধবার (২৬ এপ্রিল) জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন মো. সাহাবুদ্দিন। পরে ঢাকা ফেরার পথে তিনি এসব কথা বলেন।
এই বীর মুক্তিযোদ্ধা আরও বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পর আমি আত্মগোপনে চলে যাই। সে সময় একদিন কলকাতা আকাশবাণীর একটি অনুষ্ঠান শুনছিলাম। যেখানে ভাষ্যকার দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বলছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করলো এবং যারা নিদারুণ করুণভাবে ও নির্মম অবহেলায় তাকে সুদূর টুঙ্গিপাড়ায় সমাহিত করলো, সেই অযত্ন ও অবহেলায় সমাহিত করার জায়গাটি একদিন বাঙালি জাতির তীর্থস্থানে পরিণত হবে।
রাষ্ট্রপতি বলেন, দেবদুলাল যথার্থ বলেছিলেন। সারা বিশ্বের বাঙালি জাতির জাতীয়তাবাদী নেতার সমাহিত হওয়ার স্থানটি আজ তীর্থস্থানেই পরিণত হয়েছে।
সড়কপথে ঢাকায় ফেরার পথে পদ্মা সেতুকে বাঙালি জাতির আত্মনির্ভরতার প্রতীক উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পদ্মা সেতু বাঙালি জাতির অহংকার এবং আত্মনির্ভরতার প্রতীক।
তিনি সেতুর নির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি শেখ হাসিনাকে এরজন্য আন্তরিক ধন্যবাদ জানান।
সাহাবুদ্দিন বলেন, “এই সেতু নির্মাণে কত যে ষড়যন্ত্র ছিল সেটা বলার অপেক্ষা রাখে না।”
তিনি বলেন, শেখ হাসিনা সেই সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে সততা, কর্মনিষ্ঠা ও দেশপ্রেমের কারণে সেতু নির্মাণে সার্থক হয়েছেন।
দুদকের সাবেক কমিশনার হিসেবে পদ্মা সেতু প্রকল্পের তথাকথিত দুর্নীতির ষড়যন্ত্র মোকাবিলায় মো. সাহাবুদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।