বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

- Update Time : ০৩:০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- / ২৭ Time View
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে তারা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট লেগে যায়।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, ঈদ বোনাস ও মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে সড়কে বিক্ষোভ করছেন। ঈদের আগেই মার্চ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। চলতি মাসের ১০ তারিখ কারখানা খোলে কর্তৃপক্ষ। ওই দিনই আবার নোটিশ টানিয়ে জানিয়ে দেয় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাদের ঈদ বোনাসসহ বকেয়া বেতন পরিশোধ করে দেবে।
কিন্তু আজকে আবার কারখানা গেটে নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ওই নোটিশে আগামী ২২ এপ্রিল কারখানা খোলার ঘোষণা দেয়।
শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, সকাল সাড়ে ১০টা থেকে জৈনা বাজার (আবদার) এলাকার এইচডিএফ পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করছেন। এক পর্যায়ে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। শিল্প পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত শ্রমিকরা অবরোধ তুলে নেয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়