ফ্ল্যাট থেকে র্যাপারের মরদেহ উদ্ধার

- Update Time : ০৪:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৯ Time View
ব়্যাপার ও ইঞ্জিনিয়ার অভিনব সিং-এর মরদেহ উদ্ধার করা হয়েছে একটি ফ্ল্যাট থেকে। ভারতের বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির একটি ফ্ল্যাটে প্রাণ হারান ৩২ বছরের এই শিল্পী।
রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে। বেঙ্গালুরুর সংশ্লিষ্ট থানায় ইতোমধ্যেই একটি মামলা দায়ের হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছেন।
পেশায় একজন ইঞ্জিনিয়ার হলেও ব়্যাপ জগতে ‘জাগারনট’ নামে পরিচিত ছিলেন। বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি।
তার পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন অভিনব। স্ত্রীর মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। মিথ্যা অভিযোগের মুখে পড়ে বিষ খেয়ে আত্মঘাতী হন। ময়নাতদন্তের পর তার দেহ ওড়িশায় পাঠানো হয় এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
অভিনবের বাবা বিজয় নন্দ সিং ওড়িশার লালবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেখানে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে তিনি পুলিশের কাছে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ ইতোমধ্যেই এই মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে।
‘জাগারনট’ নামেই পরিচিত ছিলেন অভিনব সিং। তার ‘কটক অ্যান্থেম’ ব়্যাপ গান ওড়িশার যুবসমাজের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। এছাড়াও শিল্পীর ব়্যাপগুলো স্থানীয় সংস্কৃতিকে কেন্দ্র করেই তৈরি করা হতো। সম্প্রতি তিনি এমসি টর (তন্ময় সাহু)-এর মতো স্থানীয় শিল্পীদের সঙ্গেও কাজ করেছিলেন।