ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
গাইবান্ধার সাবেক এমপিকে কারাগারে প্রেরণ আওয়ামী লীগ নেতা এখনও চেয়ারম্যানের দায়িত্বে বহাল রয়েছেন রংপুরে দোকানপাট বন্ধ রেখে আধাবেলা ধর্মঘট পালন গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে টঙ্গীতে তা’মীরুল মিল্লাত শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠার কাজ সক্রিয়ভাবে এগিয়ে চলছে : প্রধান বিচারপতি দেশব্যাপী আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের উদ্যোগ নেয়া হবে- পরিবেশ উপদেষ্টা এসএসসি পরীক্ষা: মোরেলঞ্জে দায়িত্ব অবহেলার কারনে ৯ শিক্ষককে বহিস্কার চীনের উপহারের হাসপাতাল নির্মাণের লক্ষ্যে রংপুরে তিস্তা এলাকা পরিদর্শন জাতীয় প্রেস ক্লাবে অবিলম্বে নির্বাচন দাবি জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনার সিরিজ অনুষ্ঠিত

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন বেনজেমা

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৬:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / ২৮০ Time View

অপবাদ রটানোর অভিযোগে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ব্যালন ডি’অর জয়ী ফরাসি ফুটবলার করিম বেনজেমা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ফ্রান্সের বিশেষ আদালত কোর্ট ডি জাস্টিসে বেনজেমার পক্ষে তার আইনজীবী মামলাটি দায়ের করেন।

গত অক্টোবরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানান করিম বেনজেমা। এর প্রেক্ষিতে বেনজেমা নাকি মুসলিম ব্রাদারহুডের সদস্য- এমন অভিযোগ করেছিলেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেনজেমার পক্ষ থেকে তার আইনজীবী হিউজ ভিগিয়ের আদালতে মামলা করেছেন।

মামলায় বেনজেমা বলেছেন, “মুসলিম ব্রাদারহুডের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা কখনো ছিল না। এমনকি সংগঠনটির সদস্য দাবিদার কারো সম্পর্কেও কোনো ধারণা নেই।”

৩৫ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বেনজেমা বর্তমানে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে খেলছেন। তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে মামলায় বেনজেমা বলেছেন, “আমি জানি যে দুর্নামের কারণে আমাকে কতটা রাজনৈতিক খেলায় ব্যবহার করা হচ্ছে। ব্যাপারটা আরও বেশি কলঙ্কজনক এ কারণে যে ৭ অক্টোবর থেকে ঘটা নাটকীয় ঘটনাগুলো এ ধরনের বিবৃতি থেকে আলাদা কিছু দাবি করে।”

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানো পর পাল্টা আক্রমণে গাজায় নির্বিচার বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। এ নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় উঠলে তাতে বেনজেমাও শামিল হন।

এই ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) লেখেন, “আমাদের সমস্ত প্রার্থনা গাজার বাসিন্দাদের জন্য, যারা আবারও এই অন্যায় বোমা হামলার শিকার হচ্ছে, যেখানে কোনো নারী বা শিশুও রেহাই পাচ্ছে না।”

বেনজেমার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী দারমানিন একটি গণমাধ্যমে বলেন, “তার সঙ্গে ‘মুসলিম ব্রাদারহুডের কুখ্যাত সম্পৃক্ততা আছে।’

মুসলিম ব্রাদারহুড কায়রোভিত্তিক ইসলামি সংগঠন, যা বর্তমানে মিসরে নিষিদ্ধ। এছাড়া বেনজেমার বিরুদ্ধে ফ্রান্স জাতীয় দলের খেলায় জাতীয় সংগীত না গাওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মান্তরকরণ প্রচেষ্টার অভিযোগও এনেছিলেন দারমানিন।

Please Share This Post in Your Social Media

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন বেনজেমা

নওরোজ স্পোর্টস ডেস্ক
Update Time : ০৬:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

অপবাদ রটানোর অভিযোগে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ব্যালন ডি’অর জয়ী ফরাসি ফুটবলার করিম বেনজেমা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ফ্রান্সের বিশেষ আদালত কোর্ট ডি জাস্টিসে বেনজেমার পক্ষে তার আইনজীবী মামলাটি দায়ের করেন।

গত অক্টোবরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানান করিম বেনজেমা। এর প্রেক্ষিতে বেনজেমা নাকি মুসলিম ব্রাদারহুডের সদস্য- এমন অভিযোগ করেছিলেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেনজেমার পক্ষ থেকে তার আইনজীবী হিউজ ভিগিয়ের আদালতে মামলা করেছেন।

মামলায় বেনজেমা বলেছেন, “মুসলিম ব্রাদারহুডের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা কখনো ছিল না। এমনকি সংগঠনটির সদস্য দাবিদার কারো সম্পর্কেও কোনো ধারণা নেই।”

৩৫ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বেনজেমা বর্তমানে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে খেলছেন। তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে মামলায় বেনজেমা বলেছেন, “আমি জানি যে দুর্নামের কারণে আমাকে কতটা রাজনৈতিক খেলায় ব্যবহার করা হচ্ছে। ব্যাপারটা আরও বেশি কলঙ্কজনক এ কারণে যে ৭ অক্টোবর থেকে ঘটা নাটকীয় ঘটনাগুলো এ ধরনের বিবৃতি থেকে আলাদা কিছু দাবি করে।”

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানো পর পাল্টা আক্রমণে গাজায় নির্বিচার বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। এ নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় উঠলে তাতে বেনজেমাও শামিল হন।

এই ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) লেখেন, “আমাদের সমস্ত প্রার্থনা গাজার বাসিন্দাদের জন্য, যারা আবারও এই অন্যায় বোমা হামলার শিকার হচ্ছে, যেখানে কোনো নারী বা শিশুও রেহাই পাচ্ছে না।”

বেনজেমার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী দারমানিন একটি গণমাধ্যমে বলেন, “তার সঙ্গে ‘মুসলিম ব্রাদারহুডের কুখ্যাত সম্পৃক্ততা আছে।’

মুসলিম ব্রাদারহুড কায়রোভিত্তিক ইসলামি সংগঠন, যা বর্তমানে মিসরে নিষিদ্ধ। এছাড়া বেনজেমার বিরুদ্ধে ফ্রান্স জাতীয় দলের খেলায় জাতীয় সংগীত না গাওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মান্তরকরণ প্রচেষ্টার অভিযোগও এনেছিলেন দারমানিন।