ফেসবুকে বিভ্রাট, জাকারবার্গ লিখলেন ‘চিল গায়েজ’
- Update Time : ১২:২৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ৩০২ Time View
এক ঘণ্টার বেশি সময় নিষ্ক্রিয় থাকার পর সক্রিয় হলো মেটার আওতাধীন বিশ্বের বহুল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে পড়লে বাংলাদেশের ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারেননি। হঠাৎ ফেসবুকে ঢুকতে না পেরে অনেকে আতঙ্কিত হয়ে পডড়েছিলেন। উদ্বেগ-উৎকণ্ঠায় কোটি কোটি ব্যবহারকারী। সবাই জানতে চাইছে, ফেসবুক কর্তৃপক্ষ কী বলে?
সবার উদ্দেশ্যে মেটার প্রধান মার্ক জাকারবার্গ নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখলেন, ‘চিল গায়েজ, কয়েক মিনিট অপেক্ষা করুন, সবকিছু ঠিক হয়ে যাবে।’
এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর থেকে হঠাৎ ফেসবুকে বিভ্রাট দেখা দেয়। হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে পড়ে। পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গেলেও তা সম্ভব হচ্ছিল না।
বাধ্য হয়ে নিজের আইডি হ্যাকারের কবলে পড়লো কি না, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েছেন। ব্যবহারকারীরা একে-অপরের কাছে খোঁজ নিচ্ছেন।
পরে মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত সোয়া ১০টার পর থেকে পুনরায় এ তিন মাধ্যমে ঢুকতে পারছেন ব্যবহারকারীরা।
এদিন রাত ৯টার পর থেকে সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। তারা জানান, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করা যাচ্ছে না। এমনকি যারা ফেসবুকে লগ–ইন করা অবস্থায় ছিলেন তারাও স্বয়ংক্রিয়ভাবে লগ–আউট হয়ে যান।
এদিকে, যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বব্যাপী মেটার সার্ভার ডাউন হয়ে পড়েছে। এতে ফেসবুক, ম্যাসেঞ্জার এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
মেটার একটি নির্ভারযোগ্য সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মেটার অভ্যন্তরীণ সিস্টেম আগেই ডাউন হয়ে পড়ে। বিশ্বব্যাপী সেটার প্রভাব পড়েছে মঙ্গলবার। ব্যবহারকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দ্রুত তারা এ সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।