ফেসবুকে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে শীর্ষক কর্মশালা
- Update Time : ০৬:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৫ Time View
নওরোজ ডেস্ক:-
সারাদেশে মাদকের মতো ফেসবুকে আসক্তিও এখন ভয়াবহ। প্রাত্যহিক কাজ ভুলে ব্যস্ত থাকছে ফেসবুকে। যা চিন্তাশীল প্রজন্মের জন্য অত্যন্ত ক্ষতিকর।
কিন্তু এর রয়েছে ইতিবাচক দিক, আমরা সেদিকগুলো আলোচনা করতে চাই, অনুশীলন করাতে চাই ফেসবুকের মাধ্যমেও নানান গুরুত্বপূর্ণ কাজের সুযোগ নিয়ে। আবার অনেকে আছেন ক্যারিয়ার নিয়ে ব্রিভ্রান্তির মধ্যে।
পেশা নির্বাচনে ভুল করেন। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে এগিয়ে যাবার নানান বিষয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কথা বলবেন। মতামত জানাবেন সবাই মিলে কিভাবে এগিয়ে যাওয়া যায়।
দিনব্যাপী আয়োজনে যা যা থাকছে:-
*ক্যারিয়ার কাউন্সিলিং এবং ক্যরিয়ার গাইড লাইন
* মাদকে কেন আসক্ত হয় এবং পরিত্রাণের উপায়
* ডোপ টেস্ট কি এবং কেন জরুরী,
* ইন্টারনেট আসক্তি এবং রক্ষার উপায়
জমজমাট আয়োজনে অংশ নিতে রেজিষ্ট্রেশন করে ফেলুন। ২৯ সেপ্টেম্বর শুক্রবার। দিনব্যাপী আয়োজন।
স্থান:- মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আয়োজনে :- দ্যা বাংলাদেশ এন্টি-ড্রাগ ফেডারেশন।
সহযোগীতায়:- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
মিডিয়া পার্টনার:- সময় জার্নাল, ইভেন্ট ‘এফবি’।
রেজিস্ট্রেশন লিংক:-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScXDLF8VPWG55LsdxREPFQYt5EMHVfspshlpeyA8Vbduu31Aw/viewform?vc=0&c=0&w=1&flr=0
রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা।
রেজিস্ট্রেশন ফি জমাদানের নাম্বার:- 01995321710 (বিকাশ)- রেফারেন্সে অংশগ্রহণকারীর নাম দিবেন।
দিনব্যাপী কর্মশালায় অংশ নিলে যা যা পাচ্ছেন:-
১. গিফট সহ ব্যাগ
২. সকালের নাস্তা
৪. দুপুরের খাবার
৫. বিকালের নাস্তা
৬. সার্টিফিকেট
৭. প্রতেক সেশন শেষে ইনসট্যান্ট কুইজ বিজয়ীদের জন্য সারপ্রাইজ গিফট
২৩শে সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।
প্রয়োজনে যোগাযোগ : ০১৯৯৫৩২১৭১০
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়