ফের রিমান্ডে পলক, টুকুসহ ৬ জন
- Update Time : ১২:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- / ১৪ Time View
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক ও সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়সহ ছয়জনের ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পৃথক তিন হত্যা মামলায় রোববার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।
লালবাগ থানার মামলায় শামসুল হক টুকু, আরিফ খান জয়, মোহাম্মদ সোহায়েলের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদাবর থানার মামলায় আহমদ হোসেন ও তানভীর হাসান সৈকতকে ৭ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। এদের প্রত্যেককে তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
আজ সকাল সাড়ে ৬টার দিকে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ৬ আসামিকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ পুনরায় তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলেও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ নিয়ে সবার তৃতীয় দফার রিমান্ড মঞ্জুর হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট পৃথক দুটি হত্যা মামলায় তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত।
গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় ১২তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়