ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা, ২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৯:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ৮৪৪ Time View

আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এবার মধ্য গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য স্বীকার করে নিয়েছে। খবর আলজাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা আজ বুধবার (৫ নভেম্বর) সকালে মধ্য গাজায় পৃথক ঘটনায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। দাবি করেছে, ওই ফিলিস্তিনিরা এমনভাবে সেনাদের দিকে এগিয়ে আসছিল যে তা তাৎক্ষণিক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

যুদ্ধবিরতির পর গাজার বেশিরভাগ এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। কিন্তু কিছু এলাকায় তারা ভারী অস্ত্র নিয়ে অবস্থান করছে। ওই সব এলাকায় ফিলিস্তিনিদের না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সামরিক বাহিনীর এ অবস্থানের সীমানাকে হলুদ রেখা বলে চিহ্নিত করা হচ্ছে। আজকের ঘটনার ক্ষেত্রে বলা হয়েছে, হলুদ রেখা অতিক্রম করায় সৈন্যরা ব্যবস্থা নিতে বাধ্য হয়। অভিযুক্তদের দেখা পাওয়ার পরপরই তাদের নিশ্চিহ্ন করা হয়েছে।

১০ অক্টোবরের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে কয়েক ডজন ফিলিস্তিনি তথাকথিত হলুদ রেখা লঙ্ঘন করার জন্য বা খুব কাছে আসার জন্য নিহত হয়েছে। ইসরায়েল তার বাহিনীকে যে রেখার পিছনে প্রত্যাহার করেছে তার নাম দিয়েছে ‘হলুদ রেখা’। এই রেখার অবস্থান সম্পর্কে খুব কম তথ্য দেওয়া হয়েছে। এমনকি কোথাও কোথাও কেবল মাটিতে খুঁটি গেড়ে চিহ্নিত করা হচ্ছে। এ রেখা ফিলিস্তিনিদের জন্য আরেকটি মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা, ২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৯:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এবার মধ্য গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য স্বীকার করে নিয়েছে। খবর আলজাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা আজ বুধবার (৫ নভেম্বর) সকালে মধ্য গাজায় পৃথক ঘটনায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। দাবি করেছে, ওই ফিলিস্তিনিরা এমনভাবে সেনাদের দিকে এগিয়ে আসছিল যে তা তাৎক্ষণিক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

যুদ্ধবিরতির পর গাজার বেশিরভাগ এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। কিন্তু কিছু এলাকায় তারা ভারী অস্ত্র নিয়ে অবস্থান করছে। ওই সব এলাকায় ফিলিস্তিনিদের না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সামরিক বাহিনীর এ অবস্থানের সীমানাকে হলুদ রেখা বলে চিহ্নিত করা হচ্ছে। আজকের ঘটনার ক্ষেত্রে বলা হয়েছে, হলুদ রেখা অতিক্রম করায় সৈন্যরা ব্যবস্থা নিতে বাধ্য হয়। অভিযুক্তদের দেখা পাওয়ার পরপরই তাদের নিশ্চিহ্ন করা হয়েছে।

১০ অক্টোবরের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে কয়েক ডজন ফিলিস্তিনি তথাকথিত হলুদ রেখা লঙ্ঘন করার জন্য বা খুব কাছে আসার জন্য নিহত হয়েছে। ইসরায়েল তার বাহিনীকে যে রেখার পিছনে প্রত্যাহার করেছে তার নাম দিয়েছে ‘হলুদ রেখা’। এই রেখার অবস্থান সম্পর্কে খুব কম তথ্য দেওয়া হয়েছে। এমনকি কোথাও কোথাও কেবল মাটিতে খুঁটি গেড়ে চিহ্নিত করা হচ্ছে। এ রেখা ফিলিস্তিনিদের জন্য আরেকটি মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।