ফের বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ

- Update Time : ০৮:১৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / ১৪৩ Time View
মিয়ানমারের রাখাইনে বিমান হামলা ও ভারী গোলা বিস্ফোরণে কাঁপছে টেকনাফ সীমান্ত। এতে আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন সীমান্তের বাসিন্দারা। শনিবার (৭ ডিসেম্বর) ভোর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ ভেসে শোনা যায়।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত টানা বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় মিয়ানমারের আকাশে বিমানের চক্করও দেখা গেছে।
সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা মো. ইসলাম বলেন, মিয়ানমারের গোলার শব্দে অনেককেই এই শীতে বাইরে থাকতে হচ্ছে। একটু পরপরই বিকট শব্দে কেঁপে ওঠছে বাড়িঘর।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, প্রথমে বিকট শব্দের পাশাপাশি ঘরবাড়ি কেঁপে ওঠায় ভয় পেয়ে গিয়েছিলাম। পরে জানতে পারলাম, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষে বোমা নিক্ষেপের ঘটনায় টেকনাফের মাটি কেঁপে উঠছে।
নওরোজ/এসএইচ