ফের আলোচনায় তামান্না-বিজয়
- Update Time : ০৬:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ২৭৫ Time View
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বিভিন্ন সময়ে বিভিন্ন তারকার সঙ্গে তার নাম জড়িয়েছে। তবে নববর্ষের রাতে গোয়াতে একটি পার্টিতে খল অভিনেতা বিজয় ভার্মাকে চুম্বন করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। তারপরও থেকেই তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তামান্না-বিজয় লিভ ইন-ও করছেন বলে শোনা গিয়েছিল। তবে প্রেমের সম্পর্ক নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটে থাকলেও, আবারও একসঙ্গে দেখা গেছে এই ‘তারকা যুগল’কে। তাও আবার পাশাপাশি, একই গাড়িতে।
এবিপি লাইভের খবরে বলা হয়েছে, সোমবার (২৪ এপ্রিল) রাতে মুম্বাইয়ে পাপারাজ্জিদের ক্যামেরা একসঙ্গে ধরা পড়েন তামান্না এবং বিজয়। সেখানে এক রেস্তোরাঁয় একান্তে নৈশভোজ সারতে গিয়েছিলেন তারা। এরপর একই গাড়িতে চেপে বাড়ির উদ্দেশে রওনা দেন দুজনে। সঙ্গে অন্য কোনো বন্ধুবান্ধব বা সতীর্থ ছিলেন না।
পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেও অসন্তুষ্ট হতে দেখা যায়নি দুজনের কাউকেই। বরং পাপারাজ্জিদের দেখে হেসে হাত নাড়েন তারা।
তামান্না এবং বিজয়ের ডেটনাইটের এই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। দুজনের মধ্যে কিছু একটা চলছে, এমন গুঞ্জন আগে থেকেই ছিল। ভিডিওটি সেই গুঞ্জনে সিলমোহর দিল বলেই মনে করছেন সবাই। ‘তারকা যুগল’কে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন ভক্তরা।