ফেনীতে মেডিকেল টিম পাঠালো ঢামেক
- Update Time : ০৭:১৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১৫৫ Time View
ফেনীর বন্যা দুর্গতদের চিকিৎসার জন্য জরুরি ওষুধসহ ৬ সদস্যের একটি মেডিকেল টিম পাঠিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
মো. আসাদুজ্জামান বলেন, আজ সকালে বন্যা দুর্গতদের চিকিৎসা ও সাহায্যের জন্য ওষুধসহ ঢাকা মেডিকেল থেকে ফেনীর উদ্দেশ্যে ৬ সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।
৬ সদস্য টিমের মধ্যে রয়েছেন, দুজন চিকিৎসক দুইজন নার্স ও দুইজন কর্মচারী। বন্যা দুর্গত এলাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে ফার্স্ট এইড ও ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয়েছে।
তিনি বলেন, এখানে যে প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়েছে সেগুলো হাসপাতালের চিকিৎসক এবং এমআইএসটি শিক্ষার্থীদের দেওয়া অর্থ দিয়ে কেনা হয়েছে।
গত ২৫ আগস্ট ছয় সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছিল। মূলত ওখানে যারা কাজ করছেন, তাদের রিপ্লেসমেন্ট হিসেবে আজ আরেকটি মেডিকেল টিম পাঠানো হলো।
নওরোজ/এসএইচ








































































































































































































