ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়ন পরিষদের মতবিনিময় সভা
- Update Time : ০৬:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / ৪৭ Time View
ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা করেছে ফেনী পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়ন পরিষদ। শুক্রবার (২৯ নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় শহরের ক্রাউন ওয়েষ্ট রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বক্তরা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ জনপদ বিনির্মাণ ও হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে হাজার বছরের ঐতিহ্যের ধারক ও বাহক ফেনীতে স্বাধীনতার ৫৩ বছর পরও মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হওয়াটা খুবই দুঃখজনক।
রাজনৈতিক কারণে, উন্নত যোগাযোগ ব্যবস্থার কারনে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বহু আগেই হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দূর্ভাগ্য তা হয়নি ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী নেতাদের কারনে। যারা শুধু এই জনপদকে লুটপাট আর সন্ত্রাসের জনপদ বানিয়ে রেখেছিল। জনকল্যাণ মূলক কাজ তাদের কাছ থেকে আশা করাও ঠিক না। এখন সময় এসেছে চরম বঞ্চনার শিকার ফেনীতে যত দ্রুত সম্ভব মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্ৰহন করতে তাঁরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবী জানান।
এতে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, সাবেক পৌর কাউন্সিলর ওমর ফারুক বেলাল, সিনিয়র সাংবাদিক আাবদুর রহিম, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, ফেনী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ফারুক আহমেদ মজুমদার, শাহীন একাডেমী স্কুল অ্যান্ড কলেজ এর প্রিন্সিপাল ইকরামুল হক ভূঁইয়া, শিশু বিশেষজ্ঞ ডাঃ মোজাম্মেল হোসাইন , জেলা এবি পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হক, ফেনী সরকারি কলেজের প্রভাষক মামুনুর রশীদ, শিক্ষা ক্যাডার কর্মকর্তা জাহিদুল ইসলাম, নারী সংগঠক জাহানারা আক্তার মনি, শাহীন একাডেমির উপাধ্যক্ষ জসিম উদ্দিন, ব্যবসায়ী কফিল উদ্দিন, শাহাদাত হোসেন বাদল, একাত্তর টিভির জেলা প্রতিনিধি জহিরুল হক মিলু, ছাত্র সমন্বয়ক আবদুল আজিজ, উদ্যোক্তা ফয়েজুল্লাহ নোমানী ও মাহদী হাসান।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফেনী কলেজের শিক্ষক মীর হোসেন মজুমদার, মোতাহার হোসেন, সাইদুল হক জুয়েল, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন, ব্যাংকার আবদুল্লাহ আল মামুন, জিয়া মহিলা কলেজের শিক্ষক আবদুল্লাহ আল মামুন, নারী নেত্রী জিনাত জেসমিন ও আইনজীবী হুরে জান্নাত বেগম, ব্যাংকার সাখাওয়াত হোসেন, ছাত্র সমন্বয়ক জামাল উদ্দিন, আবু সুফিয়ান নোমান, বদরুদ্দোজা নোবেল ও পলাশ।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়