ফেনীতে জামায়াত ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৬:৫২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / ৫৭ Time View
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার ৯নং ওয়ার্ডে কর্মী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে ওয়ার্ড সভাপতি হযরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য, সাবেক জেলা আমীর ও নোয়াখালী কুমিল্লা অন্চল টীম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন নব নির্বাচিত জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আবদুল হান্নান ও শহর আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলাম।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন -বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী শওকত হোসেন , উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হাফেজ আবদুল হান্নান, অধ্যাপক শাহ আলম,মাষ্টার মিজানুর রহমান এমএসসি, মো: ইসমাইল হোসেন প্রমুখ।
সভায় আগামী ২০২৪-২৫ সালের জন্য নবনির্বাচিত আমীর হিসাবে ফেনী মডেল মাদৱাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন ও সেক্রেটারী হিসেবে বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা মোঃ আবুল হোসেন এর নাম পুনরায় ঘোষণা করা হয়।
কর্মী সমাবেশে আলাদা আলাদা প্যান্ডেলে হাজার হাজার নারী-পুরুষ অংশ গ্রহন করে। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ওয়ার্ড সদস্য সচিব ব্যাংকার মো: আবুল হোসেন।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়