ব্রেকিং নিউজঃ
ফুলছড়িতে বন্যার্তদের মাঝে চাল বিতরণ

মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি
- Update Time : ০৯:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- / ২১৩ Time View
উজান থেকে নেমে আসা ঢল আর ভারী বর্ষনে সৃষ্ট বন্যায় চরম দুর্ভোগে গাইবান্ধার চরাঞ্চলের মানুষজন।
গাইবান্ধা ফুলছড়ি উপজেলার ২ নং উড়িয়া ইউনিয়নের বিভিন্ন চরে বন্যাকবলিত মানুষের মাঝে জিআর বরাদ্দের চাল বিতরণ করেছেন চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা।
এ সময় চর রতনপুর,চর কাবিলপুর,ঝাউপাড়া,দঃ উড়িয়া,মধ্য উড়িয়া,উঃ উড়িয়া,রতনপুর,হঠাৎ পাড়া, মদিনা বাজার,মোল্লা বাজারসহ বন্যাকবলিত এলাকায় মানুষের মাঝে ট্যাগ অফিসারের দাড়ায় সুষ্ঠু ভাবে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, ইউপি সদস্য হায়দার আলী,ছায়দার আলী, ময়েন উদ্দিন,নজরুল ইসলাম,বকুল মিয়া,পীযুষ,মান্না প্রমুখ।
বানভাসী মানুষের সাথে কথা বলে জানা যায়,
বন্যার কারণে খাবার,টয়লেট এবং খাবার পানির সংকটে আছেন তারা। চালের পাশাপাশি শুকনো খাবার দিলে অনেক ভালো হতো।