ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ নেত্রীর নাম কাটতে এসে গ্রেফতার ব্যবসায়ী বাজেট বরাদ্দে জবি পূর্বের তুলনায় অগ্রাধিকার পাবে – ইউজিসি চেয়ারম্যান রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব করবে জাতিসংঘ জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম সিভিল রেজিস্ট্রেশন কমিশনে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন রমেকের ডাক্তার মাহাবুবকে চান ‘না’ সহকর্মীরা, অন্যত্র বদলির দাবি  চায়ের দোকানের আঁড়ালে মদের ব্যবসা, গ্রেফতার ২ কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ফিলিস্তিন ইস্যুতে সব ফুটবল ম্যাচ বাতিল করল আলজেরিয়া

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৮:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • / ৩২৭ Time View

ফিলিস্তিনের পতাকা হাতে আলজেরিয়া ফুটবল দল। ছবি: সংগৃহীত।

ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত করেছে আলজেরিয়া। বুধবার আলজেরিয়ান ফুটবল ফেডারেশন (এফএএফ) জানায়, পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমস্ত ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে।

এফএএফ বলেছে, এই সিদ্ধান্ত গাজায় বর্বর ইহুদিবাদী হামলার শিকারদের শ্রদ্ধেয় এবং শহীদদের স্মৃতিকে সম্মান করে। এর আগে রোববার দক্ষিণ আফ্রিকার দেশটির ফুটবল সংস্থা জানিয়েছিল, তারা ২০২৬ ফিফা বিশ্বকাপ এবং ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য ফিলিস্তিনি জাতীয় ফুটবল দলের সকল অফিসিয়াল এবং আন-অফিসিয়াল ম্যাচ আয়োজন করতে সম্মত হয়েছে।

এদিকে, মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলির সঙ্গে এক আলোচনায় গাজায় যুদ্ধে থেকে পালিয়ে বাঁচতে চাওয়া মানুষদের জন্য মানবিক করিডোর খোলার আহ্বান জানান শি জিনপিং । এ ছাড়া এ বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে চলমান সহিংসতা বন্ধে চীনের সমর্থনের কথাও বলেন তিনি।

বর্তমানে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে এবং নানা পরিবর্তনও হচ্ছে। বর্তমানে সারাবিশ্বই দ্রুত পরিবর্তনের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেন শি। বেইজিং কায়রোর সঙ্গে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিকে স্বাভাবিক করতে কাজ করবে বলেও জানান শি জিনপিং।

প্রায় দশলক্ষ ফিলিস্তিনি ইতোমধ্যে উত্তর গাজায় গিয়ে আশ্রয় নিয়েছে। ইসরায়েলি বাহিনী গাজা সিটি ছাড়ার নোটিশ দেওয়ার পর তারা তাদের নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়।

টানা ১১ দিন পেরিয়ে ১২ দিনে পদার্পণ করেছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এতে ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছে ফিলিস্তিন। নিহত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। এ ছাড়া যুদ্ধের কারণে উদ্বাস্তু হয়েছে অন্তত ১০ লাখ মানুষ। তবে এত বিশাল সংখ্যক মানুষের জন্য গাজায় ত্রাণ যাচ্ছে মাত্র ২০ ট্রাক। খবর বিবিসির।

চলমান এ যুদ্ধে মানবিক সংকটের জন্য ত্রাণ সহায়তা দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও মিশর। দুই দেশের প্রেসিডেন্ট জো বাইডেন ও আবদেল ফাত্তাহ আল সিসি মিলে অলোচনার মাধ্যমে রাফাহ সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ সীমান্ত দিয়ে গাজার ১০ লাখ উদ্বাস্তু লোকের জন্য ২০ ট্রাক ত্রাণ সহায়তা পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

ফিলিস্তিন ইস্যুতে সব ফুটবল ম্যাচ বাতিল করল আলজেরিয়া

নওরোজ স্পোর্টস ডেস্ক
Update Time : ০৮:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত করেছে আলজেরিয়া। বুধবার আলজেরিয়ান ফুটবল ফেডারেশন (এফএএফ) জানায়, পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমস্ত ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে।

এফএএফ বলেছে, এই সিদ্ধান্ত গাজায় বর্বর ইহুদিবাদী হামলার শিকারদের শ্রদ্ধেয় এবং শহীদদের স্মৃতিকে সম্মান করে। এর আগে রোববার দক্ষিণ আফ্রিকার দেশটির ফুটবল সংস্থা জানিয়েছিল, তারা ২০২৬ ফিফা বিশ্বকাপ এবং ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য ফিলিস্তিনি জাতীয় ফুটবল দলের সকল অফিসিয়াল এবং আন-অফিসিয়াল ম্যাচ আয়োজন করতে সম্মত হয়েছে।

এদিকে, মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলির সঙ্গে এক আলোচনায় গাজায় যুদ্ধে থেকে পালিয়ে বাঁচতে চাওয়া মানুষদের জন্য মানবিক করিডোর খোলার আহ্বান জানান শি জিনপিং । এ ছাড়া এ বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে চলমান সহিংসতা বন্ধে চীনের সমর্থনের কথাও বলেন তিনি।

বর্তমানে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে এবং নানা পরিবর্তনও হচ্ছে। বর্তমানে সারাবিশ্বই দ্রুত পরিবর্তনের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেন শি। বেইজিং কায়রোর সঙ্গে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিকে স্বাভাবিক করতে কাজ করবে বলেও জানান শি জিনপিং।

প্রায় দশলক্ষ ফিলিস্তিনি ইতোমধ্যে উত্তর গাজায় গিয়ে আশ্রয় নিয়েছে। ইসরায়েলি বাহিনী গাজা সিটি ছাড়ার নোটিশ দেওয়ার পর তারা তাদের নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়।

টানা ১১ দিন পেরিয়ে ১২ দিনে পদার্পণ করেছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এতে ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছে ফিলিস্তিন। নিহত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। এ ছাড়া যুদ্ধের কারণে উদ্বাস্তু হয়েছে অন্তত ১০ লাখ মানুষ। তবে এত বিশাল সংখ্যক মানুষের জন্য গাজায় ত্রাণ যাচ্ছে মাত্র ২০ ট্রাক। খবর বিবিসির।

চলমান এ যুদ্ধে মানবিক সংকটের জন্য ত্রাণ সহায়তা দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও মিশর। দুই দেশের প্রেসিডেন্ট জো বাইডেন ও আবদেল ফাত্তাহ আল সিসি মিলে অলোচনার মাধ্যমে রাফাহ সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ সীমান্ত দিয়ে গাজার ১০ লাখ উদ্বাস্তু লোকের জন্য ২০ ট্রাক ত্রাণ সহায়তা পাঠানো হবে।