ব্রেকিং নিউজঃ
ফরিদপুরে নির্মাণাধীন ব্রিজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
- Update Time : ০৪:২৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ১৫৩ Time View
ফরিদপুরে নির্মাণাধীন একটি সেতু থেকে পড়ে গিয়ে জহুরুল ইসলাম (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) ফরিদপুর শহরের ভাজনডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম নওগাঁ জেলার ভীমপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে পদ্মা নদীর ধার ঘেঁষে ওই এলাকায় একটি সেতুর নির্মাণকাজ চলছিল। সেখানে কাজ করার সময় অসাবধানতাবশত সেতু থেকে নিচে পড়ে গুরুতর আহত হন জহুরুল।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল্লাহ বিশ্বাস বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



























































































































































































