ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জনগণের মাঝে পাটের ব্যাগ সরবরাহ করা হবে- পরিবেশ উপদেষ্টা টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার মা আমরা ধর্ম চর্চা করবো, কারো প্রতি বিদ্ধেষ করবোনা: ধর্ম উপদেষ্টা টঙ্গীতে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে কুপিয়ে হত্যা আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা: ড. খলিলুর রহমান ৫ মাসেও সন্ধান মিলেনি উখিয়ায় অপহ্নত ৪ জেলের : পরিবারে চলছে শোকের মাতম আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়  চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা ইউছুফ আটক গাছ কাটাকে কেন্দ্র করে মাকে হত্যা; ছেলে গ্রেফতার প্রেমিকের প্রলোভনে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

প্রি-ম্যাচিউর শিশু জন্ম থেকেই দুর্বল থাকে

নওরোজ স্বাস্থ্য ডেস্ক
  • Update Time : ০৭:১৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • / ২৯৪ Time View

জন্মের সময়ের ওজনের ওপর ভিত্তি করে প্রি-ম্যাচিউর বেবির নানা অবস্থা লক্ষ করা যায়। যেসব অকালপ্রজ নবজাতক এক হাজার থেকে এক হাজার ৫০০ গ্রাম নিয়ে জন্মায়, জন্মমুহূর্ত থেকে সে খুব দুর্বল থাকে। ঘাড় একপাশে পড়ে থাকে, হাত-পা নড়াচড়া করে না বললেই চলে, কান্না খুব ক্ষীণ আওয়াজের হয়। ততধিক দুর্বল থাকে তার রিফ্লেক্স কর্মকাণ্ড।
তার ঘুম বা জাগরণ ভাবের মধ্যে তেমন পার্থক্য থাকে না। ক্ষুধা পেলেও কাঁদে না বললেই চলে, খাওয়ার সামর্থ্যও থাকে বেশ কম।

কারণ
– মায়ের অল্প বয়সে গর্ভধারণ। তিন বছরের কম বিরতিতে বারবার সন্তানধারণ, একসঙ্গে একাধিক সন্তান প্রসব।
– মায়ের দীর্ঘমেয়াদি নানা অসুখ, বিশেষত উচ্চ রক্তচাপ (প্রি-একলাম্পসিয়া), কিডনি রোগ, হৃদরোগ, ইউটিআই ও অপুষ্টি।
– গর্ভকালে প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপান, অ্যালকোহল ও অন্যান্য মাদকাসক্তি।
– গর্ভফুলের বিবিধ জটিল অবস্থা প্রিভিয়া, সংক্রমণ, স্বল্প ওজন প্রভৃতি।

চিকিৎসা
অপরিণত শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হয়। এ ধরনের শিশুদের ইনকিউবেটরে রাখা প্রয়োজন হয়। এসব শিশুর ইনকিউবেটর ব্যবহারের প্রয়োজনীয়তা অনেকখানি, বিশেষত শিশুর ওজন দুই হাজার গ্রামের কম হলে।
এই বিশেষ ব্যবস্থায় শিশুর তাপমাত্রা সঠিক পর্যায়ে সুরক্ষা করা, ৪০ থেকে ৬০ শতাংশের মধ্যে আর্দ্রতা বজায় রেখে অক্সিজেন সরবরাহ করা হয়। ইনকিউবেটরের ব্যবস্থা না করা গেলে শিশুর তাপমাত্রা বজায় রাখার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে।
যেমন- রেডিয়েন্ট হিটার ও ল্যাম্প জ্বালিয়ে ঘর গরম রাখার চেষ্টা করা যায়। সঙ্গে অন্যান্য বিধিব্যবস্থা শিশুরোগ বিশেষজ্ঞ নির্ধারণ করে দেবেন। ওজন এক হাজার ৫০০ গ্রামের কম হলে নাকে নল দিয়ে বুকের গলানো দুধ খাওয়ানোর ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রি-ম্যাচিউর শিশুর জন্য বুকের গলানো দুধই শ্রেষ্ঠ। শিশুর ওজন ও বয়স হিসাব করে শিশুরোগ বিশেষজ্ঞ তা নির্দিষ্ট করে দেন। শিশুর চুষে খেতে পারা নিয়ে সামান্যতম সংশয় থাকলে শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

যা মনে রাখবেন
এই সময় শিশুর জন্য বিপজ্জনক একটি ইস্যু হলো ইনফেকশনস। এদের রোগ প্রতিরোধক ক্ষমতা অত্যধিক কম থাকে। এসব সন্তানকে বিশেষ করে জন্মের প্রথম মাস, মা-বাবা ছাড়া অন্য কারো সংস্পর্শ থেকে দূরে রাখা এবং মা-বাবারই উচিত নবজাতক পরিচর্যার ভার নেওয়া।

Please Share This Post in Your Social Media

প্রি-ম্যাচিউর শিশু জন্ম থেকেই দুর্বল থাকে

নওরোজ স্বাস্থ্য ডেস্ক
Update Time : ০৭:১৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

জন্মের সময়ের ওজনের ওপর ভিত্তি করে প্রি-ম্যাচিউর বেবির নানা অবস্থা লক্ষ করা যায়। যেসব অকালপ্রজ নবজাতক এক হাজার থেকে এক হাজার ৫০০ গ্রাম নিয়ে জন্মায়, জন্মমুহূর্ত থেকে সে খুব দুর্বল থাকে। ঘাড় একপাশে পড়ে থাকে, হাত-পা নড়াচড়া করে না বললেই চলে, কান্না খুব ক্ষীণ আওয়াজের হয়। ততধিক দুর্বল থাকে তার রিফ্লেক্স কর্মকাণ্ড।
তার ঘুম বা জাগরণ ভাবের মধ্যে তেমন পার্থক্য থাকে না। ক্ষুধা পেলেও কাঁদে না বললেই চলে, খাওয়ার সামর্থ্যও থাকে বেশ কম।

কারণ
– মায়ের অল্প বয়সে গর্ভধারণ। তিন বছরের কম বিরতিতে বারবার সন্তানধারণ, একসঙ্গে একাধিক সন্তান প্রসব।
– মায়ের দীর্ঘমেয়াদি নানা অসুখ, বিশেষত উচ্চ রক্তচাপ (প্রি-একলাম্পসিয়া), কিডনি রোগ, হৃদরোগ, ইউটিআই ও অপুষ্টি।
– গর্ভকালে প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপান, অ্যালকোহল ও অন্যান্য মাদকাসক্তি।
– গর্ভফুলের বিবিধ জটিল অবস্থা প্রিভিয়া, সংক্রমণ, স্বল্প ওজন প্রভৃতি।

চিকিৎসা
অপরিণত শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হয়। এ ধরনের শিশুদের ইনকিউবেটরে রাখা প্রয়োজন হয়। এসব শিশুর ইনকিউবেটর ব্যবহারের প্রয়োজনীয়তা অনেকখানি, বিশেষত শিশুর ওজন দুই হাজার গ্রামের কম হলে।
এই বিশেষ ব্যবস্থায় শিশুর তাপমাত্রা সঠিক পর্যায়ে সুরক্ষা করা, ৪০ থেকে ৬০ শতাংশের মধ্যে আর্দ্রতা বজায় রেখে অক্সিজেন সরবরাহ করা হয়। ইনকিউবেটরের ব্যবস্থা না করা গেলে শিশুর তাপমাত্রা বজায় রাখার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে।
যেমন- রেডিয়েন্ট হিটার ও ল্যাম্প জ্বালিয়ে ঘর গরম রাখার চেষ্টা করা যায়। সঙ্গে অন্যান্য বিধিব্যবস্থা শিশুরোগ বিশেষজ্ঞ নির্ধারণ করে দেবেন। ওজন এক হাজার ৫০০ গ্রামের কম হলে নাকে নল দিয়ে বুকের গলানো দুধ খাওয়ানোর ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রি-ম্যাচিউর শিশুর জন্য বুকের গলানো দুধই শ্রেষ্ঠ। শিশুর ওজন ও বয়স হিসাব করে শিশুরোগ বিশেষজ্ঞ তা নির্দিষ্ট করে দেন। শিশুর চুষে খেতে পারা নিয়ে সামান্যতম সংশয় থাকলে শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

যা মনে রাখবেন
এই সময় শিশুর জন্য বিপজ্জনক একটি ইস্যু হলো ইনফেকশনস। এদের রোগ প্রতিরোধক ক্ষমতা অত্যধিক কম থাকে। এসব সন্তানকে বিশেষ করে জন্মের প্রথম মাস, মা-বাবা ছাড়া অন্য কারো সংস্পর্শ থেকে দূরে রাখা এবং মা-বাবারই উচিত নবজাতক পরিচর্যার ভার নেওয়া।