ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য

প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৮ Time View

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের নিয়োগ বাতিলের প্রতিবাদে রাজপথে শিক্ষকরা। টানা ১১ দিন ধরে শাহবাগ মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিয়োগবঞ্চিত চাকরি প্রত্যাশীরা। তাঁদের এই আন্দোলন দমন করতে পুলিশ একাধিকবার জলকামান ও লাঠিপেটার মাধ্যমে হস্তক্ষেপ করেছে, তবুও আন্দোলনকারীরা রাজপথ ছাড়তে নারাজ।

গত ১৪ জুন ২০২৩ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তৃতীয় ধাপে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। লিখিত ও মৌখিক পরীক্ষার পর ৩১ অক্টোবর ফলাফল ঘোষণা করা হয়, যেখানে ৬,৫৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। কিন্তু কয়েকজন রিট আবেদনকারী নিয়োগ কার্যক্রমের বিরুদ্ধে মামলা করলে হাইকোর্ট ছয় মাসের জন্য এই নিয়োগ স্থগিত করেন। পরবর্তীতে ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট পুরো নিয়োগ বাতিলের রায় দেন, যা নিয়ে উত্তেজনা তৈরি হয়।

এরপর থেকেই রাজধানী ঢাকায় আন্দোলন শুরু করেন চাকরি প্রত্যাশীরা। শাহবাগ, জাতীয় প্রেসক্লাব এবং শিক্ষা ভবনের সামনে তাঁরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারীরা দাবি করছেন, প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশপ্রাপ্তদের নিয়োগ কার্যকর করা হলেও তৃতীয় ধাপে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা চরম বৈষম্যমূলক।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) আন্দোলনকারীরা শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন। শিক্ষাভবনের সামনে পুলিশের ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ জলকামান নিক্ষেপ করে। আন্দোলনকারীরা তাতেও বিচলিত না হয়ে রাস্তায় বসে বিক্ষোভ চালিয়ে যান। একপর্যায়ে পুলিশ পুরুষ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ শুরু করলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান, তবে নারী আন্দোলনকারীরা রাস্তার ওপরই অবস্থান নেন এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীদের মধ্যে অন্যতম নাজমুন নাহার বলেন, “একই প্রক্রিয়ায় হওয়া নিয়োগের ক্ষেত্রে দুই রকম সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। আমরা চাকরি না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”

সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস দেওয়া হয়নি। তবে আন্দোলন দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সমাধানের দিকে এগোবে কি না, তা এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৫:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের নিয়োগ বাতিলের প্রতিবাদে রাজপথে শিক্ষকরা। টানা ১১ দিন ধরে শাহবাগ মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিয়োগবঞ্চিত চাকরি প্রত্যাশীরা। তাঁদের এই আন্দোলন দমন করতে পুলিশ একাধিকবার জলকামান ও লাঠিপেটার মাধ্যমে হস্তক্ষেপ করেছে, তবুও আন্দোলনকারীরা রাজপথ ছাড়তে নারাজ।

গত ১৪ জুন ২০২৩ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তৃতীয় ধাপে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। লিখিত ও মৌখিক পরীক্ষার পর ৩১ অক্টোবর ফলাফল ঘোষণা করা হয়, যেখানে ৬,৫৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। কিন্তু কয়েকজন রিট আবেদনকারী নিয়োগ কার্যক্রমের বিরুদ্ধে মামলা করলে হাইকোর্ট ছয় মাসের জন্য এই নিয়োগ স্থগিত করেন। পরবর্তীতে ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট পুরো নিয়োগ বাতিলের রায় দেন, যা নিয়ে উত্তেজনা তৈরি হয়।

এরপর থেকেই রাজধানী ঢাকায় আন্দোলন শুরু করেন চাকরি প্রত্যাশীরা। শাহবাগ, জাতীয় প্রেসক্লাব এবং শিক্ষা ভবনের সামনে তাঁরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারীরা দাবি করছেন, প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশপ্রাপ্তদের নিয়োগ কার্যকর করা হলেও তৃতীয় ধাপে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা চরম বৈষম্যমূলক।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) আন্দোলনকারীরা শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন। শিক্ষাভবনের সামনে পুলিশের ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ জলকামান নিক্ষেপ করে। আন্দোলনকারীরা তাতেও বিচলিত না হয়ে রাস্তায় বসে বিক্ষোভ চালিয়ে যান। একপর্যায়ে পুলিশ পুরুষ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ শুরু করলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান, তবে নারী আন্দোলনকারীরা রাস্তার ওপরই অবস্থান নেন এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীদের মধ্যে অন্যতম নাজমুন নাহার বলেন, “একই প্রক্রিয়ায় হওয়া নিয়োগের ক্ষেত্রে দুই রকম সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। আমরা চাকরি না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”

সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস দেওয়া হয়নি। তবে আন্দোলন দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সমাধানের দিকে এগোবে কি না, তা এখন দেখার বিষয়।