প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে গ্রেপ্তার
- Update Time : ১০:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ২৩৮ Time View
এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে হিমেল মুস্তাকিম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
সম্প্রতি হিমেল মুস্তাকিম নামের এক প্রতারক ফেসবুকে SSC BATCH 2023 নামের এক গ্রুপে তার কাছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে বলে একটি পোস্ট দেয়। পোস্টে তিনি উল্লেখ করেন এসএসসি ২০২৩ এর বাংলা প্রথম পত্রের ১০০% কমন প্রশ্ন লাগলে দ্রুত যোগাযোগ করুন। প্রশ্ন পাওয়ার সময়কাল পরীক্ষার দিন ভোর চারটা থেকে ছয়টার মধ্যে।
পরবর্তীতে হিমেল তার ‘প্রশ্ন /Question All board’ নামের ফেসবুক পেজে বেশকিছু এসএসসি পরীক্ষার্থীকে অ্যাড করে। এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে জনপ্রতি ১৫৫০ টাকা করে নেয়। পুরো বিষয়টি সিআইডির সাইবার মনিটরিং টিমের নজরে এলে প্রতারককে শনাক্ত করে সোমবার (১ মে) গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়