দিনাজপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ কে ডিসি’র ফুলেল শুভেচ্ছা
প্রশাসন এবং সাংবাদিক একে অপরের অবিচ্ছেদ্য অংশ: দিনাজপুর ডিসি

- Update Time : ০৫:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ৪১৩ Time View
স্টাফ রিপোর্টার : দিনাজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু ও সাধারন সম্পাদক গোলাম নবী দুলালকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ।
গতকাল বুধবার বিকালে দিনাজপুর জেলা প্রশাসকের খাস কামরায় জেলাপ্রশাসকের পক্ষ থেকে প্রেসক্লাবের নেতৃবৃন্দকে এই শুভেচ্ছা জানানো হয়।
এ সময় জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, প্রশাসন এবং সাংবাদিক একে অপরের অবিচ্ছেদ্য অংশ।
উভয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, জনগণের সেবা করা। তিনি বলেন, ঐতিহ্যবাহী দিনাজপুরের জেলা প্রশাসক হিসেবে কাজ করার সুযোগ পেয়ে তিনি নিজেকে ধন্য বলে মনে করছেন।
এ জন্য তিনি সাংবাদিক সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ রায় চৌধুরী, অতিরিক্ত জেলাপ্রশাসক মো: আনিচুর রহমান ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার সাজেদুর রহমান শিলু।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়