প্রশংসায় ভাসছে ‘কবর’

- Update Time : ০৭:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ২৫৭ Time View
গতানুগতিক কাজের বাইরে গল্প নির্ভর কাজের দিকেই বেশি মনোযোগী তাসনিয়া ফারিণ। সেই ধারাবাহিকতায় প্রশংসায় ভাসছে এবার তাঁর ‘কবর’ নাটকটি। একটি সত্য ঘটনার অনুপ্রেরণাই এটি নির্মিত হয়েছে।
বছর দুয়েক আগে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অলৌকিক ঘটনা ঘটেছিল যা নিয়ে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছিল। এক মা মৃত সন্তান জন্ম দেন এবং তাঁকে যখন কবরে দাফন করতে নিয়ে যাওয়া হয় সে সময় শিশুটি চিৎকার দিয়ে ওঠে।
সে সত্য ঘটনার অনুপ্রেরণায় এ নাটকের গল্প। এতে ফারিণ ছাড়া আরও অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।
রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে নাটকটি। এটির গল্প সাজিয়েছেন যোবায়েদ আহসান। পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
দর্শকদের সাড়ায় নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, ‘কাজটি সবাই অনেক পছন্দ করেছেন। এটা সত্য ঘটনার অবলম্বনে নয়, অনুপ্রেরণায় নির্মিত।
দর্শকেরা যারা দেখেছেন সবাই পজিটিভ মন্তব্য করছেন। ফারিণ ও জোভান দারুণ অভিনয় করেছেন। তাদের অভিনয় দেখার পর যে কারও মনে দাগ কাটবে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়