প্রয়াত ডা. এস এ মালেক এর স্মরণসভা অনুষ্ঠিত
- Update Time : ০৩:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ১১৭ Time View
বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শাখার উদ্যোগে আজ বিদ্যুৎ ভবন বিউবো, ঢাকার মুক্তি হলে বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত ডা. এস এ মালেক, বিউবো সাবেক পরিচালক অডিট এবং বঙ্গবন্ধু পরিষদ বিউবোর প্রধান উপদেষ্টা প্রয়াত মোঃ খলিলুর রহমানসহ সকল কবরবাসীর আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় কোরআন খতম, দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক এড. আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফর রহমান, ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান মিন্টু, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের মহাসচিব কাজী মো. জহিরুল কাইউম। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের।
ড. আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু আমাদের দেশ উপহার দিয়েছেন আর অর্থণৈতিক মুক্তির কান্ডারী জননেত্রী শেখ হাসিনা। তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথি অধ্যাপক আ ব ম ফারুক বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ শেখ হাসিনার উদ্যোগ স্বপ্ন সত্যিই বাস্তবায়িত হয়েছে। তিনি বিদ্যুৎ কর্মচারীদের ন্যায়সংগত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, ডা. এস এ মালেক ছিলেন বহুগুণের অধিকারী একজন মহৎপ্রাণ মানুষ।
এড. আ. সালাম বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।
সভাপতির বক্তব্যে মোঃ নাছরুল হক বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারীদের ন্যায়সংগত দাবি পূরণে প্রশাসনের নিকট অনুরোধ জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়