প্রবাসী ছেলের সাঈদীকে নিয়ে লেখালিখি, খুলনায় গ্রেফতার মা

- Update Time : ০৬:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ৩৪১ Time View
মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর তাকে নিয়ে লেখালিখির জেরে প্রবাসী ছেলেকে না পেয়ে তার মাকে গ্রেফতারের অভিযোগ উঠেছে। রবিবার (২০ আগস্ট) খুলনার খালিশপুর থানায় ঘটনাটি ঘটে।
গ্রেফতার হয়েছেন আনিছা সিদ্দিকা (৬০) সহ আরও দুজন। তারা হলেন বাড়ির ভাড়াটিয়া মোঃ রকিবুল ইসলাম(২৪) ও মোঃ তামিম ইকবাল(১৯)। গ্রেফতারকৃত আনিছা সিদ্দিকার ছোট ছেলে তানজিলুর রহমান যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণারত এবং বুয়েটের সাবেক শিক্ষার্থী।
তিনি অভিযোগ করেছেন, সাঈদীকে নিয়ে তিনি ফেসবুকে লেখালিখি করায় বৃদ্ধা মাকে কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করেছে পুলিশ। তার অভিযোগ, খুলনার বয়রা এলাকার হাজী ফয়েজউদ্দিন সড়কে তার নানা বাড়িতে স্থানীয় যুবলীগ নেতারা পুলিশ নিয়ে হাজির হয়ে তান্ডব চালায় ও লুটপাট করে। দুইটা ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে যায়। তার মামা সিদ্দিক শহীদকে মারধোর করে। এ সময় মা আনিছা সিদ্দিকা প্রতিবাদ জানানোয় তাকে পুলিশ ধরে নিয়ে যায়। এসময় দুই জন ভাড়াটিয়া এগিয়ে আসায় তাদেরকেও সাথে নিয়ে গেছে।
এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস বলেন, রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে খালিশপুর ফয়েজ উদ্দীন সড়কের ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একজন নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। জামায়াত নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ‘অন্তর্ঘাতমূলক’ কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল তাদের। এ কারণেই তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খালিশপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা দিয়ে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।
যদিও আনিছা সিদ্দিকার স্বামী আলমগীর শিকদারের দাবি তার স্ত্রী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি খালিশপুরে ভাইয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। এ সময় পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশ তাঁর ভাই সিদ্দিক শহিদের সঙ্গে দুর্ব্যবহার করে। এতে আনিছা তাতে বাধা দিলে পুলিশ ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা আনিছাকে আটক করে থানায় নিয়ে যায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়