প্রবাসীদের সেবার মান বাড়াতে স্মার্ট কার্ড প্রদান করা হবে – ড. মোমেন
- Update Time : ১০:৫৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- / ১০২ Time View
বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড.এ কে আব্দুল মোমেন বলেছেন, “প্রবাসীদের সেবার মান বাড়ানোর জন্য স্মার্ট কার্ড প্রদানের পাশাপাশি এয়ারপোর্টে হয়রানী বন্ধে আলাদা লাইন করা হবে।”
সিলেটে কার্গো চালু না হওয়ার পেছনে ‘দূর্নীতি’কে কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি ০২ মে বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডন এলিফেন্ট ক্যাসলের একটি রেস্টুরেন্টে ব্রিটিশ—বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) আয়োজিত এক সভায় সভায় এ কথা বলেন।
বিবিসিসিআই সভাপতি সাইদুর রহমান রানুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, লন্ডনের ডেপুটি মেয়র হাওয়ার্ড ডোভার।
বিবিসিসিআই ইউকের মহাপরিচালক এএইচএম নুরুজ্জামানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ও উপদেষ্টা শাহগীর বকত ফারুক, সাবেক সভাপতি বশির আহমেদ, ব্রিটিশ—বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট মোঃ মনির আহমদ, ডেপুটি ডিরেক্টর জেনারেল দেওয়ান মাহদী চৌধুরী, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন, রেডব্রিজ কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর জ্যোৎস্না ইসলাম, লন্ডন বরো অফ নিউহ্যামের সিভিক মেয়র কাউন্সিলর রহিমা রহমান, বিসিএর সভাপতি অলি খান এমবিই, ক্যাপিটাল কিডসের চেয়ারম্যান আব্দুল হাই ওবিই, বিবিসিসিআই এর প্রেস অ্যান্ড পাবলিকেশনের পরিচালক এম এ লাকী, বিবিসিসিআইয়ের উত্তর—পূর্ব অঞ্চলের সভাপতি মাহতাব চৌধুরী, বিবিসিসিআই পরিচালক এবং ফল ও সবজি আমদানিকারক সমিতির সভাপতি রফিক হায়দার, পরিচালক ও উপদেষ্টা মহিব চৌধুরী প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়