প্রধান বিচারপতির সাথে দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাত

- Update Time : ০৭:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / ১৩৬ Time View
দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি ম্যানডিসা মায়া এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন প্রধান বিচারপতি জনাব ড.সৈয়দ রেফাত আহমেদ।
মঙ্গলবার (২০ মে) দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতে সাক্ষাতটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।
সাক্ষাতকালে উভয় দেশের মাননীয় প্রধান বিচারপতি একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন এবং নিজ দেশের বিচার বিভাগের বিভিন্ন অভিজ্ঞতার কথা বিনিময় করেন।
সাক্ষাতকালে বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সামগ্রিক উন্নয়নে তার ঘোষিত রোডম্যাপ কার্যক্রমের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি কে অবহিত করেন।
এসময় দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির দূরদর্শী নেতৃত্ব এবং মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া তিনি দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশন কর্তৃক বিভিন্ন সাংবিধানিক প্রশ্নের সমাধানের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়