ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের বাধা, সংঘর্ষে আহত ৫ তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের স্মারকলিপি পেশ কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় বৃদ্ধি বাসা থেকে প্রবেশপত্র আনতে ও পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দি‌য়ে সহায়তা ক‌র‌লেন মান‌বিক পুলিশ ফেসবুকে ইসরাইলী পণ্য বিক্রির গুজব, নিরাপত্তাহীনতায় মালিক-কর্মচারীরা টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী সৈকতসহ ছয় সহযোগী গ্রেফতার জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান অতিরিক্ত শুল্কে মার্কিন নাগরিকদের ক্ষতি বেশি রংপুরে বিএনপিকর্মী নিহত, সাবেক এমপিসহ ৮ নেতার নামে মামলা গাজায় সাংবাদিকসহ গণহত্যা বন্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশনে নির্বাচন হবে নাঃ রিজভী

নওরোজ রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৩:৫৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • / ১০৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসক্রিপশনে এবার কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব যাই বলুন না কেন, শেখ হাসিনার প্রেসক্রিপশনে এবার কোনো নির্বাচন হবে না। অবৈধভাবে সশস্ত্র শক্তি প্রয়োগ করে আর ক্ষমতায় যাওয়া যাবে না।’

গতকাল (০৪ জুলাই) মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশের জনগণকে আওয়ামী শাসকগোষ্ঠীর কাছে কৃপাপ্রার্থী বানানোর চেষ্টার অবসান ঘটিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে।

তিনি বলেন, ‘সম্প্রতি টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমার লক্ষ্য দেশবাসীর ভাগ্য পরিবর্তন করা।’
১৪ বছর ধরে অবৈধভাবে পুলিশের ডান্ডাতন্ত্রের শাসনের পর আর কবে আপনি মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন?’

প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘আপনার আসল লক্ষ্য আপনি বাস্তবায়ন করেছেন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, মানবাধিকার কেড়ে নিয়ে, ন্যায়বিচার কেড়ে নিয়ে, মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ দেশের সম্পদ লুট করে ফোকলা করে দিয়ে আপনি ৫-১০ টাকা কেজি কাঁচামরিচকে এখন ১০০০ টাকায় উন্নীত করেছেন।
আপনার মনের ইচ্ছানুযায়ী রায় লিখিয়ে সেটি আদালতের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সাজা দিয়েছেন।’

তিনি আরও বলেন, বিএনপির অর্ধকোটি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছেন। লাখ লাখ নেতাকর্মীকে বাড়িছাড়া, ঘরছাড়া ও এলাকাছাড়া করেছেন। আর যিনি ন্যায়বিচার করে রায় দিয়েছেন সেই বিচারককে আপনি দেশ ছাড়তে বাধ্য করেছেন। নিজেদের আদর্শে আইনশৃঙ্খলা বাহিনী গড়ে তুলে বিরোধী দল দমনে লক্ষ্য পূরণ করে যাচ্ছেন।

চলতি বছরের ১৯ মে থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত নেতাকর্মীদের নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন, সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী ২২০টি মামলায় ৯ হাজার ৯৬০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৮৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশনে নির্বাচন হবে নাঃ রিজভী

নওরোজ রাজনীতি ডেস্ক
Update Time : ০৩:৫৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসক্রিপশনে এবার কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব যাই বলুন না কেন, শেখ হাসিনার প্রেসক্রিপশনে এবার কোনো নির্বাচন হবে না। অবৈধভাবে সশস্ত্র শক্তি প্রয়োগ করে আর ক্ষমতায় যাওয়া যাবে না।’

গতকাল (০৪ জুলাই) মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশের জনগণকে আওয়ামী শাসকগোষ্ঠীর কাছে কৃপাপ্রার্থী বানানোর চেষ্টার অবসান ঘটিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে।

তিনি বলেন, ‘সম্প্রতি টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমার লক্ষ্য দেশবাসীর ভাগ্য পরিবর্তন করা।’
১৪ বছর ধরে অবৈধভাবে পুলিশের ডান্ডাতন্ত্রের শাসনের পর আর কবে আপনি মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন?’

প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘আপনার আসল লক্ষ্য আপনি বাস্তবায়ন করেছেন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, মানবাধিকার কেড়ে নিয়ে, ন্যায়বিচার কেড়ে নিয়ে, মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ দেশের সম্পদ লুট করে ফোকলা করে দিয়ে আপনি ৫-১০ টাকা কেজি কাঁচামরিচকে এখন ১০০০ টাকায় উন্নীত করেছেন।
আপনার মনের ইচ্ছানুযায়ী রায় লিখিয়ে সেটি আদালতের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সাজা দিয়েছেন।’

তিনি আরও বলেন, বিএনপির অর্ধকোটি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছেন। লাখ লাখ নেতাকর্মীকে বাড়িছাড়া, ঘরছাড়া ও এলাকাছাড়া করেছেন। আর যিনি ন্যায়বিচার করে রায় দিয়েছেন সেই বিচারককে আপনি দেশ ছাড়তে বাধ্য করেছেন। নিজেদের আদর্শে আইনশৃঙ্খলা বাহিনী গড়ে তুলে বিরোধী দল দমনে লক্ষ্য পূরণ করে যাচ্ছেন।

চলতি বছরের ১৯ মে থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত নেতাকর্মীদের নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন, সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী ২২০টি মামলায় ৯ হাজার ৯৬০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৮৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।