ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবেশীদের অভিযোগে জাকারবার্গের স্কুল বন্ধ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • Update Time : ০৬:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ২৫৬ Time View

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালো আল্টো শহরে ক্রিসেন্ট পার্ক এলাকায় মার্ক জাকারবার্গের বিশাল বাড়িতে কয়েক বছর ধরে একটি স্কুলের কার্যক্রম চলছে। নিজের বাড়িতে চলমান সেই স্কুলের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন মেটার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। প্রায় চার বছর ধরে অভিযোগের পর স্কুল বন্ধ করলেন তিনি। আশপাশের প্রতিবেশীদের ক্ষোভের মুখে স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছেন তিনি।

মার্ক জাকারবার্গ বিকেন বেন নামে স্কুলটি ২০২১ সালে চালু করেন। জাকারবার্গের এক পোষা মুরগির নাম ছিল বিকেন বেন। এ প্রতিষ্ঠানে ৩০ থেকে ৪০টি শিশুকে বিশেষ পদ্ধতিতে পাঠদান করা হতো। যদিও স্কুলের জন্য প্রশাসনের কোনো অনুমতি ছিল না; প্রথম দিকে কেউ স্কুলের খোঁজ পাননি। প্রতিবেশীরা খেয়াল করেন, প্রতিদিন সকালে বাড়ির সামনে বেশ কয়েকটি গাড়ি এসে থামছে। গাড়ি থেকে শিশুরা বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু করে। প্রথমে কেউ এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেননি। শিশুদের কোনো খেলার আয়োজন বা টিউশন ক্লাস মনে করেছিলেন অনেকেই। ধীরে ধীরে বোঝা যায়, সেখানে নিয়মিত ক্লাস চলছে শিশুদের জন্য। শিশুদের উন্মুক্ত ধরনের পাঠ্যসূচিতে গুরুত্ব দিয়ে যুক্তরাষ্ট্রে এমন ধরনের মন্টেসরি স্কুল জনপ্রিয়। এসব স্কুলে হাতে–কলমে শিক্ষাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। নিয়মিত স্কুলের মতো পরীক্ষা বা পাঠ্যক্রম নেই।

Please Share This Post in Your Social Media

প্রতিবেশীদের অভিযোগে জাকারবার্গের স্কুল বন্ধ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
Update Time : ০৬:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালো আল্টো শহরে ক্রিসেন্ট পার্ক এলাকায় মার্ক জাকারবার্গের বিশাল বাড়িতে কয়েক বছর ধরে একটি স্কুলের কার্যক্রম চলছে। নিজের বাড়িতে চলমান সেই স্কুলের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন মেটার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। প্রায় চার বছর ধরে অভিযোগের পর স্কুল বন্ধ করলেন তিনি। আশপাশের প্রতিবেশীদের ক্ষোভের মুখে স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছেন তিনি।

মার্ক জাকারবার্গ বিকেন বেন নামে স্কুলটি ২০২১ সালে চালু করেন। জাকারবার্গের এক পোষা মুরগির নাম ছিল বিকেন বেন। এ প্রতিষ্ঠানে ৩০ থেকে ৪০টি শিশুকে বিশেষ পদ্ধতিতে পাঠদান করা হতো। যদিও স্কুলের জন্য প্রশাসনের কোনো অনুমতি ছিল না; প্রথম দিকে কেউ স্কুলের খোঁজ পাননি। প্রতিবেশীরা খেয়াল করেন, প্রতিদিন সকালে বাড়ির সামনে বেশ কয়েকটি গাড়ি এসে থামছে। গাড়ি থেকে শিশুরা বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু করে। প্রথমে কেউ এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেননি। শিশুদের কোনো খেলার আয়োজন বা টিউশন ক্লাস মনে করেছিলেন অনেকেই। ধীরে ধীরে বোঝা যায়, সেখানে নিয়মিত ক্লাস চলছে শিশুদের জন্য। শিশুদের উন্মুক্ত ধরনের পাঠ্যসূচিতে গুরুত্ব দিয়ে যুক্তরাষ্ট্রে এমন ধরনের মন্টেসরি স্কুল জনপ্রিয়। এসব স্কুলে হাতে–কলমে শিক্ষাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। নিয়মিত স্কুলের মতো পরীক্ষা বা পাঠ্যক্রম নেই।