ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশ্যে ধূমপানের অভিযোগে দিনাজপুরে ১৫ জনকে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : ০৮:২৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / ১৬৮ Time View

বৈষম্যহীন পরিবেশবান্ধব দিনাজপুর গড়তে এবার প্রকাশ্যে ধূমপান বিরোধী অভিযান পরিচালনা করেছে দিনাজপুর জেলা প্রশাসন। এ সময় প্রকাশ্যে ধূমপানের অভিযোগে ১৫ জনকে জরিমানা করা হয়।

আজ ৫ ডিসেম্বর দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি সাহেল আহমেদ এই ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।

এ সময় তিনি বলেন, যত্রতত্র ধূমপান পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। নিয়ম বহির্ভূতভাবে কাউকে ধূমপান করতে দেখা গেলে তাৎক্ষণিকভাবে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের এই অভিযান আগামীতে জেলা শহর থেকে উপজেলা পর্যন্ত বিস্তৃত হবে। আমরা যদি সকলের সমন্বিতভাবে ধূমপান বিরোধী অবস্থান নেই তাহলে নিশ্চিত রূপে আমরা একটি পরিবেশ বান্ধব বৈষম্যহীন বাংলাদেশ দেখতে পাবো যা আমাদের তরুণরা আমাদেরকে দেখাচ্ছে।

সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অভিযান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন,২০০৫ এবং একই সময়ে দিনাজপুর কেন্দ্রীয় বড় মাঠ এলাকায় মোটরসাইকেল আরোহীদের মাথায় হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ১৫ জন ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোট ৩৯০০/-(তিন হাজার নয় শত) টাকা জরিমানা আদায় করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান এই অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

প্রকাশ্যে ধূমপানের অভিযোগে দিনাজপুরে ১৫ জনকে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি
Update Time : ০৮:২৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

বৈষম্যহীন পরিবেশবান্ধব দিনাজপুর গড়তে এবার প্রকাশ্যে ধূমপান বিরোধী অভিযান পরিচালনা করেছে দিনাজপুর জেলা প্রশাসন। এ সময় প্রকাশ্যে ধূমপানের অভিযোগে ১৫ জনকে জরিমানা করা হয়।

আজ ৫ ডিসেম্বর দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি সাহেল আহমেদ এই ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।

এ সময় তিনি বলেন, যত্রতত্র ধূমপান পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। নিয়ম বহির্ভূতভাবে কাউকে ধূমপান করতে দেখা গেলে তাৎক্ষণিকভাবে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের এই অভিযান আগামীতে জেলা শহর থেকে উপজেলা পর্যন্ত বিস্তৃত হবে। আমরা যদি সকলের সমন্বিতভাবে ধূমপান বিরোধী অবস্থান নেই তাহলে নিশ্চিত রূপে আমরা একটি পরিবেশ বান্ধব বৈষম্যহীন বাংলাদেশ দেখতে পাবো যা আমাদের তরুণরা আমাদেরকে দেখাচ্ছে।

সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অভিযান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন,২০০৫ এবং একই সময়ে দিনাজপুর কেন্দ্রীয় বড় মাঠ এলাকায় মোটরসাইকেল আরোহীদের মাথায় হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ১৫ জন ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোট ৩৯০০/-(তিন হাজার নয় শত) টাকা জরিমানা আদায় করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান এই অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।