পূর্বাচলে যৌথ বাহিনী ও পুলিশের বিশেষ অভিযান

- Update Time : ০২:১৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ১৭১ Time View
জনসাধারণের নিরাপত্তা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূর্বাচল ৩০০ ফিট সড়কে যৌথ বাহিনীর ও পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (২৭জুন ২০২৫) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত, পূর্বাচলের ৩০০ ফিট, ফায়ার সার্ভিস ক্যাম্প ও স্টেডিয়াম মার্কেট সংলগ্ন এলাকায় সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে এ চেকপোস্ট পরিচালিত হয়।
এই যৌথ অভিযানে প্রায় ৩৫০টি যানবাহন তল্লাশি করা হয়।এর ভিতরে বেশিরভাগই মোটরসাইকেল। ৪০টির বেশি মোটরসাইকেল চালকদেরকে
হেলমেট ও কাগজ পত্র, লাইসেন্স,বৈধ না থাকার কারণে মামলা দায়ের করে। ১১/১২ হাজার টাকা জরিমানা আদায়, ৫টি যানবাহন আটক করে। এবং অতিরিক্ত গতিসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়। যেসব চালক নিয়ম ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
পূর্বাচল ফাঁড়ির ইনচার্জ কামরুল হোসেন বলেন, যেসব যানবাহন কাগজপত্রবিহীন বা ফিটনেসবিহীন, আর যেসব মোটরসাইকেল চালকের হেলমেট নেই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছি।
তিনি আরো জানায়, চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে আমরা সতর্ক। অনেকে কর্মজীবী মানুষের বেশে অপরাধ করতে পারে, তাই নিয়মিত চেকপোস্ট চালু থাকবে।