পূর্বশত্রুতার জেরে বাসায় ঢুকে ভাই-বোনকে গুলি

- Update Time : ০১:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০০ Time View
রাজধানীর পল্লবী থানা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ভাই ও বোন। আহতরা হলেন, মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) ও মোছা. শাহিনুর বেগম (২৮)।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়ে। তারা ঢামেকে চিকিৎসাধীন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
তাদের নিয়ে আসা মো. আমির হোসেন জানান, আহত জসিম একটি টিভি শোরুমের ব্যবসায়ী। গতরাতে নামাজ পড়ে বাসায় ফেরার সময় এলাকার শহিদুলের সঙ্গে শরীরে ধাক্কা লাগে। এতে সে ক্ষিপ্ত হয়ে যায়। পরে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জসিম বাসায় চলে আসেন। পরে শহিদুল সঙ্ঘবদ্ধ হয়ে বাসায় এসে জসিমকে লক্ষ্য করে গুলি করেন। এতে ডান ও বাম পায়ে গুলি লাগে। তাকে বাঁচাতে গিয়ে বোন শাহিনুরের ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, পরে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট থানাকে অবগত করেছেন বলেও জানান পরিদর্শক মো. ফারুক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়