ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে পড়ে খালাসি নিখোঁজ মেয়েকে ধর্ষণ চেষ্টায় বাবা গ্রেপ্তার মেঘনায় ১০ ট্রলার ডুবি: ৫ ট্রলারসহ এখনো নিখোঁজ ২৮ আবারও খুললো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট মাকসুরা নূর সহ সকল উর্ধতন কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন ফের চালু হচ্ছে বিমানের সিলেট-কক্সবাজার ফ্লাইট এক দফা দাবীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নার্সদের মানববন্ধন মাজার-ধর্মীয় স্থান রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ বসুন্ধরা গ্রুপ কর্তৃক স্থানীয় অধিবাসীদের উচ্ছেদ পাঁয়তারা বন্ধের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন বিএনপির ভিত্তি, আস্থা, সমর্থন জনগণের মাঝে: শাহজাহান

পুলিশ সুপারের উদ্যোগে যানজট মুক্ত হলো নীলফামারী শহর

Reporter Name
  • Update Time : ১২:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
  • / ১৮১ Time View

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী জেলা পুলিশ সুপারের মহতি উদ্যোগে শহরবাসীর দীর্ঘ দিনের দাবীর অবসান ঘটেছে। যানজট মুক্ত শহরে পরিনত হয়েছে নীলফামারী শহর। অপরদিকে রাস্তা দখল করে থাকা ঢাকাগামী কোচগুলির স্থান হয়েছে অলস পড়ে থাকা কেন্দ্রীয় বাস টার্মিনালে।

এক সড়কের শহর নীলফামারী বুকে দাঁবড়ে চলা দানব আকৃতির ১৬-২০ চাকার পাথর-বালু-বাঁশ ভর্তি শত শত ট্রাক-ট্রাক্টর, অবৈধ ভটভটি-নছিমন-করিমন-পাগলুর সাথে অটো রিক্সার বিরামহীন যানজটের সঙ্গে ঘন্টার পর ঘন্টা রাস্তা দখল করে থাকা ঢাকাগামী কোচগুলির সৃষ্ট সীমাহীন দূর্ভোগ যেন শহরবাসীর পিছু ছাড়ছেনা।

ঈদ-উল ফিতরের কয়েকদিন আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর আহ্বানে অনুষ্ঠিত সভায় স্থানীয় সাংবাদিকরা দানব আকৃতির ট্রাকগুলি শহরের ভিতর দিয়ে চলাচল বন্ধ রাখা যায় কিনা, এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশ সুপার সকলকে আশ্বস্ত করেন, বিষয়টি নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোকতপাত করায় তিনি কথা রাখেন। একদিন পরেই অনুষ্ঠিত সভাতে জোড়ালো দাবি ওঠে বিষয়টি নিয়ে। বরাবরের ন্যায় সিদ্ধান্ত আসে ভারী যানচলাচল বন্ধের। কেউ কেউ আবার পক্ষ-বিপক্ষ নিয়েও নানান মন্তব্য করেন। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই দানব ট্রাকের সঙ্গে ভাড়ি যানবাহন চলাচল সীমিত হতে থাকে। পরের দিন রাত ১১টার আগে শহরে দানব আকৃতির ট্রাক আর খুব একটা চোখে পড়েনি।

জানতে চাইলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, ভোর ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত পাথর-বালু-বাঁশ ভতি ট্রাক গুলি শহরের ভিতর দিয়ে চলাচল করতে পারবেনা। ট্রাফিক বিভাগকেও এবিষয়ে নির্দেশ প্রদান করা হয়েছে।

এদিকে রাস্তা দখল করে ঠাঁয় দাড়িয়ে থাকা ঢাকাগামী কোচগুলির উটকো ঝামেলা সরাতে তড়িৎ উদ্যোগি হন পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। তিনিও আদেশ জারি করেন, রাস্তায় নয় এখন থেকে সমস্ত ঢাকাগামী কোচ অলস পড়ে থাকা নীলফামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়াবে। সেখান থেকেই যাত্রী ওঠানামা করতে হবে। ফলে শহরবাসীর দীর্ঘ দিনের দাবী আর সাংবাদিকদের লিখনির সুফল পেতে শুরু করেছেন শহরবাসী। যানজট মুক্ত হতে থাকে এক সড়কের শহর নীলফামারী। পুলিশ সুপার আর মেয়র মহোদয়কে সাধুবাদ জানাতেও ভোলেননি শহরবাসী।

Please Share This Post in Your Social Media

পুলিশ সুপারের উদ্যোগে যানজট মুক্ত হলো নীলফামারী শহর

Reporter Name
Update Time : ১২:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী জেলা পুলিশ সুপারের মহতি উদ্যোগে শহরবাসীর দীর্ঘ দিনের দাবীর অবসান ঘটেছে। যানজট মুক্ত শহরে পরিনত হয়েছে নীলফামারী শহর। অপরদিকে রাস্তা দখল করে থাকা ঢাকাগামী কোচগুলির স্থান হয়েছে অলস পড়ে থাকা কেন্দ্রীয় বাস টার্মিনালে।

এক সড়কের শহর নীলফামারী বুকে দাঁবড়ে চলা দানব আকৃতির ১৬-২০ চাকার পাথর-বালু-বাঁশ ভর্তি শত শত ট্রাক-ট্রাক্টর, অবৈধ ভটভটি-নছিমন-করিমন-পাগলুর সাথে অটো রিক্সার বিরামহীন যানজটের সঙ্গে ঘন্টার পর ঘন্টা রাস্তা দখল করে থাকা ঢাকাগামী কোচগুলির সৃষ্ট সীমাহীন দূর্ভোগ যেন শহরবাসীর পিছু ছাড়ছেনা।

ঈদ-উল ফিতরের কয়েকদিন আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর আহ্বানে অনুষ্ঠিত সভায় স্থানীয় সাংবাদিকরা দানব আকৃতির ট্রাকগুলি শহরের ভিতর দিয়ে চলাচল বন্ধ রাখা যায় কিনা, এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশ সুপার সকলকে আশ্বস্ত করেন, বিষয়টি নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোকতপাত করায় তিনি কথা রাখেন। একদিন পরেই অনুষ্ঠিত সভাতে জোড়ালো দাবি ওঠে বিষয়টি নিয়ে। বরাবরের ন্যায় সিদ্ধান্ত আসে ভারী যানচলাচল বন্ধের। কেউ কেউ আবার পক্ষ-বিপক্ষ নিয়েও নানান মন্তব্য করেন। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই দানব ট্রাকের সঙ্গে ভাড়ি যানবাহন চলাচল সীমিত হতে থাকে। পরের দিন রাত ১১টার আগে শহরে দানব আকৃতির ট্রাক আর খুব একটা চোখে পড়েনি।

জানতে চাইলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, ভোর ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত পাথর-বালু-বাঁশ ভতি ট্রাক গুলি শহরের ভিতর দিয়ে চলাচল করতে পারবেনা। ট্রাফিক বিভাগকেও এবিষয়ে নির্দেশ প্রদান করা হয়েছে।

এদিকে রাস্তা দখল করে ঠাঁয় দাড়িয়ে থাকা ঢাকাগামী কোচগুলির উটকো ঝামেলা সরাতে তড়িৎ উদ্যোগি হন পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। তিনিও আদেশ জারি করেন, রাস্তায় নয় এখন থেকে সমস্ত ঢাকাগামী কোচ অলস পড়ে থাকা নীলফামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়াবে। সেখান থেকেই যাত্রী ওঠানামা করতে হবে। ফলে শহরবাসীর দীর্ঘ দিনের দাবী আর সাংবাদিকদের লিখনির সুফল পেতে শুরু করেছেন শহরবাসী। যানজট মুক্ত হতে থাকে এক সড়কের শহর নীলফামারী। পুলিশ সুপার আর মেয়র মহোদয়কে সাধুবাদ জানাতেও ভোলেননি শহরবাসী।