পুতিনের নেতৃত্বে ফাটল ধরেছে: যুক্তরাষ্ট্র

- Update Time : ০৮:৫৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
- / ১৩৫ Time View
রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার বাহিনীর ব্যাপারে এবার মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন জানিয়েছেন, পুতিনের নেতৃত্বে ফাটল ধরেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে এ কথা বলেন ব্লিঙ্কেন। তিনি বলেন, পুতিনের নেতৃত্বে ফাটল ধরেছে। ওয়াগনার বাহিনী এখন পুতিনের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। এর মাধ্যমে পুতিনের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
ব্লিঙ্কেন বলেন, কয়েকমাস আগেও পৃথিবীর বুক থেকে কিয়েভকে মুছে দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন পুতিন। আর এখন তার নিজের তৈরি সেনাবাহিনী মস্কোর বিরুদ্ধে মাঠে নেমেছে।
ওয়াগনার গ্রুপ বিলুপ্ত করে দিতে চেয়েছিল রাশিয়া, এমন অভিযোগ এনে এর বিচারের দাবিতে ২৩ জুন বিদ্রোহ ঘোষণা করে বাহিনীটি। মস্কো অভিমুখে রওনা হয়ে শনিবার সমঝোতা করে ফের তারা ক্যাম্পে ফিরে আসে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যেন ভুল করেছেন ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এখন হুমকির মধ্যে রয়েছে তার জীবন। এমনটাই মনে করেন রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মিখাইল কেসিয়ানভ। ওয়াগনার বাহিনীর বিদ্রোহের মধ্য দিয়ে পুতিনের পতনের সূত্রপাত হয়েছে বলে মনে করেন তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়